Paschim Medinipur: প্রথম দিনই বুস্টার ডোজ নিলেন প্রায় ২৩ হাজার মানুষ
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
দেশজুড়ে ১৮ ঊর্ধ্ব সর্বসাধারণের জন্য বিনামূল্যে কোভিড প্রিকুয়েশন ডোজ (Covid Precaution Dose) বা বুস্টার ডোজ (Booster Dose) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে শুক্রবার (১৫ জুলাই) থেকে।
#পশ্চিম মেদিনীপুর : দেশজুড়ে ১৮ ঊর্ধ্ব সর্বসাধারণের জন্য বিনামূল্যে কোভিড প্রিকুয়েশন ডোজ (Covid Precaution Dose) বা বুস্টার ডোজ (Booster Dose) দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে শুক্রবার (১৫ জুলাই) থেকে। পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, প্রথম দিনেই এই ডোজ নিয়েছেন প্রায় ২৩ হাজার মানুষ। প্রথমদিন, জেলার ৯৩-টি কোভিড ভ্যাকসিনেশন সেন্টার (CVC- Covid Vaccination Centre) থেকে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে। শনিবার থেকে এই সেন্টার আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা। সমস্ত ব্লক মিলিয়ে ২৫২-টি পর্যন্ত সেন্টার থেকে আগামীদিনে এই বুস্টার ডোজ দেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি। সবমিলিয়ে জেলার ১২ লক্ষ মানুষ এই প্রিকুয়েশন ডোজ পাবেন বলেও জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে। প্রথমদিন থেকেই এই বুস্টার ডোজ নিতে বিভিন্ন ভ্যাকসিনেশন সেন্টার গুলিতে ছিল মানুষের ভীড়। তবে বেশির ভাগ ক্ষেত্রে বয়স্ক মানুষদেরই ভীড় লক্ষ্য করা যাচ্ছে ভ্যাকসিনেশন সেন্টার গুলিতে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ভ্যাকসিনেশন সেন্টারের কোন ব্যাপার নেই। গত ৪ ঠা জানুয়ারি বা তার আগে যাঁরা দ্বিতীয় ডোজ নিয়েছেন, তাদেরকেই এই বুস্টার ডোজ নিতে বলা হচ্ছে। এখনও পর্যন্ত বুস্টার ডোজ সকলে উৎসাহের সঙ্গেই নিচ্ছে। এই বুস্টার ডোজ মূলত মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity Power) বৃদ্ধির কাজ করবে। যাতে শরীর ভাইরাস গুলিকে প্রতিরোধ করতে পারে।
advertisement
আরও পড়ুনঃ দেশের সেরা একশো কলেজের তালিকায় এই জেলা শহরের দুই কলেজ, জেনে নিন বিস্তারিত
এদিকে, সংক্রমণ-ও বাড়ছে দ্রুত। এখনও অবধি মারাত্মক উপসর্গ দেখা না দিলেও সচেতনতা এবং স্বাস্থ্য বিধি মেনে চলার বার্তা দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর জেলায় ৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে। তবে, প্রায় ৭০ শতাংশ সংক্রমণ-ই মেদিনীপুর ও খড়্গপুর পৌরসভা এলাকায়।
advertisement
advertisement
রেল সহ গত চব্বিশ ঘণ্টায় খড়্গপুরে সংক্রমিত হয়েছেন ৪৩ জন। এর মধ্যে, গ্রামীণ এলাকায় ৪ জন সংক্রমিত হয়েছেন। অপরদিকে, মেদিনীপুর পৌরসভায় সংক্রমিত হয়েছেন ৩৩ জন। এছাড়াও, গড়বেতা, ঘাটাল, শালবনী, বেলদা প্রভৃতি এলাকায় ২-১ জন করে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
advertisement
Partha Mukherjee
Location :
First Published :
July 16, 2022 8:33 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: প্রথম দিনই বুস্টার ডোজ নিলেন প্রায় ২৩ হাজার মানুষ