TRENDING:

Paschim Medinipur News: ১৯৮২ সালের ভারত-ইংল্যান্ড ম্যাচের প্রকাশিত খবরের কাগজ রয়েছে তার সংগ্রহে, ব্যক্তির নেশা জানলে অবাক হবেন

Last Updated:

Paschim Medinipur News: ছোট থেকেই নেশা খবরের কাগজ সংগ্রহ। সে থেকে এ যাবৎ পর্যন্ত খবরের কাগজ সংগ্রহ করেছেন তিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাঁতন: সকালের খবর কাগজ বিকেল হলেই ঠোঙা। আসলে এই প্রচলিত প্রবাদের বাইরে থাকে এক মস্ত কাহিনী। থাকে সাংবাদিকদের অক্লান্ত পরিশ্রম, কষ্ট এবং সাধারণ মানুষের নানা কথা, থাকে সরকারের উন্নয়ন থেকে নিপীড়িত মানুষের জ্বালা যন্ত্রণার কথা।একটা খবর কাগজ বিকেলে শুধু ঠোঙাতে পরিণত হয় তা নয়, খবরের কাগজ বহন করে এক একটা ইতিহাস।
advertisement

কাগজে লেখা প্রতিটি খবর বহন করে সেই দিনের গুরুত্বকে। ঘুম থেকে উঠে খবর কাগজ পড়ে বিকেলে ঠোঙাবানিয়ে নানান খাবার জিনিস পরিবেশন করা যেমন প্রচলিত, তিনি একটা খবরের কাগজের গুরুত্ব অপরিসীম প্রত্যেকেরই কাছে।

আরও পড়ুন – Independence Day 2023: দেশপ্রেমে ভাসছেন, এই স্বাধীনতা দিবসে বলিউডের সিনেমা যেগুলি না দেখলেই নয়

advertisement

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সোনাকনিয়ার অবন্তী জানার নেশা খবরের কাগজ সংগ্রহ। খবর কাগজের গুরুত্ব যেদিন থেকে তিনি বুঝতে পারলেন,সেই ছোটবেলা থেকেই তার এই কাগজ সংগ্রহ। ১৯৮২ সাল থেকে দৈনিক সংবাদপত্রের বিশেষ ক্রোড়পত্র, মাসিক পত্রিকা বসুমতি, মহানগর, এলাহাবাদ থেকে প্রকাশিত খবরের কাগজ সবই রয়েছে তার সংগ্রহে। তবে এদের মধ্যে বেশ কিছুই এখন আর প্রকাশিত হয় না।শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু ও ১৯৮২ সালে ভারত ইংল্যান্ড ম্যাচের সময় পর্বে আনন্দবাজার ও অন্যান্য পত্রিকার বিশেষ ক্রোড়পত্র তার সংগ্রহে আছে। পুরনো কাগজ সংগ্রহের জন্য পৌঁছেছিলেন আনন্দবাজার পত্রিকার দফতরেও। তখনই কর্মীদের কাছ থেকে এর গুরুত্ব উপলব্ধি করেন।

advertisement

View More

আরও পড়ুন-  Cyclonic Circulation: আকাশ কাঁপিয়ে ঘন কালো মেঘের ঘোরাফেরা, ঘূর্ণাবর্ত কতটা ভোগাবে, রইল ওয়েদার আপডেট

শুধু বাংলা নয় ইংরেজি কাগজের বিশেষ ক্রোড়পত্রও তাঁর ঘরে। দশ হাজার সংখ্যার সংগ্রহ কিছু কিছু নষ্টের পথে। মাঝে মাঝে খুঁজে দেখা, হাতড়ানো আর স্মৃতিতে ফিরে যাওয়া। কয়েকজন স্থানীয় গবেষক কোনও তথ্যের প্রয়োজন হলে খোঁজ পড়ে অবন্তীবাবুর। পাওয়া যায়। তবে সব অগোছালো। মাঝে মাঝে বিরুদ্ধতা আসে সংসার থেকেও। তবু আত্মভোলা আর সাহিত্য সন্ধানী মানুষ সে সবকে থোড়াই কেয়ার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: ১৯৮২ সালের ভারত-ইংল্যান্ড ম্যাচের প্রকাশিত খবরের কাগজ রয়েছে তার সংগ্রহে, ব্যক্তির নেশা জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল