পুলিশ সুত্রে জানা যায়,দীর্ঘ আট বছর দক্ষতার সঙ্গে জঙ্গলমহলে পরিষেবা দিয়েছে এই মাইন প্রটেক্টেড ভেহিকেল (MPV) গাড়িটি। গত ২০১৪ সালের ৩ রা ফেব্রুয়ারী নিজের কর্ম থেকে অবসর নিয়েছে এই মাইন প্রটেক্টেড ভেহিকেল বা অ্যান্টি ল্যান্ডমাইন গাড়িটি। প্রসঙ্গত, ২০০৬ সালের ৩ রা মে পশ্চিমবঙ্গ পুলিশের সুরক্ষার কাজে যোগ দেয় এই অ্যান্টি ল্যান্ডমাইন গাড়িটি। তারপর থেকে মাওবাদী অধ্যুষিত শালবনী, পীড়াকাটা, লালগড় এলাকায় দীর্ঘদিন পুলিশকে সুরক্ষা দিয়েছে এই মাইন প্রটেক্টেড ভেহিকেলটি।
advertisement
আরও পড়ুন – IMD Weather Alert: ৪০ ডিগ্রি পেরোল পারদ, দামাল হাওয়া, প্রবল ঝড়বৃষ্টি সঙ্গী করে দক্ষিণবঙ্গে উত্তাল বিকেল
বহুবার মাওবাদী হামলা, বন্দুকের গুলি, ল্যান্ডমাইন, RDX, ডিনামাইটের মুখোমুখি হয়েছে এই অ্যান্টি ল্যান্ডমাইন গাড়িটি। কিন্তু কোনো কিছুই এই গাড়িকে তার দায়িত্ব থেকে বিরত রাখতে পারেনি।
আরও পড়ুন – সিনেমায় নয়, সত্যি ‘বাড়ি থেকে পালিয়ে’, পুলিশ তারপর যা করল রইল ভিডিও
সেই MPV গাড়িটি এবার মর্যাদার সহিত পাকাপাকি ভাবে স্থান অর্জন করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দপ্তরের সংগ্রহশালায়। সুসজ্জিত এই অ্যান্টি ল্যান্ড মাইন গাড়িটি এবার থেকে দেখা মিলবে জেলা পুলিশ সুপার দফতরেই। সোমবার এই ঐতিহ্যবাহী গাড়িটিরই বিশেষ ভাবে আনুষ্ঠানিকভাবে সংরক্ষণ করা হলো জেলা পুলিশ সুপারের অফিসে। পুলিশ সুত্রে জানা গেছে, এই গাড়িটির তাৎপর্য তুলে ধরা হয়েছে। যাতে সাধারন মানুষ জানতে পারে এই MPV গাড়িটির ভুমিকা কি ছিল মাওবাদী আমলের জঙ্গলমহলে।
Sovon Das #