TRENDING:

Paschim Medinipur News: ৮ বছর জঙ্গলমহলে পুলিশকে সুরক্ষা দিয়ে MPV র জায়গা হল মেদিনীপুর পুলিশ সুপার দফতরে

Last Updated:

বহুবার মাওবাদী হামলা, বন্দুকের গুলি, ল্যান্ডমাইন, RDX, ডিনামাইটের মুখোমুখি হয়েছে এই অ্যান্টি ল্যান্ডমাইন গাড়িটি। কিন্তু কোনো কিছুই এই গাড়িকে তার দায়িত্ব থেকে বিরত রাখতে পারেনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: মাওবাদী আমলে ব্যবহৃত একটি ঐতিহ্যবাহী এম পি ভি (Mine Protected Vehicle) গাড়ি সংরক্ষণ করা হলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিস প্রাঙ্গনে। মেদিনীপুর শহরের পুলিশ সুপারের অফিস প্রাঙ্গনে MPV অর্থাৎ মাইন প্রটেক্টেড ভেহিকল এর উদ্বোধন করা হলো সোমবার। উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার।
মাইন প্রটেক্টেড ভেহিকেল (MPV)
মাইন প্রটেক্টেড ভেহিকেল (MPV)
advertisement

পুলিশ সুত্রে জানা যায়,দীর্ঘ আট বছর দক্ষতার সঙ্গে জঙ্গলমহলে পরিষেবা দিয়েছে এই মাইন প্রটেক্টেড ভেহিকেল (MPV) গাড়িটি। গত ২০১৪ সালের ৩ রা ফেব্রুয়ারী নিজের কর্ম থেকে অবসর নিয়েছে এই মাইন প্রটেক্টেড ভেহিকেল বা অ্যান্টি ল্যান্ডমাইন গাড়িটি। প্রসঙ্গত, ২০০৬ সালের ৩ রা মে পশ্চিমবঙ্গ পুলিশের সুরক্ষার কাজে যোগ দেয় এই অ্যান্টি ল্যান্ডমাইন গাড়িটি। তারপর থেকে মাওবাদী অধ্যুষিত শালবনী, পীড়াকাটা, লালগড় এলাকায় দীর্ঘদিন পুলিশকে সুরক্ষা দিয়েছে এই মাইন প্রটেক্টেড ভেহিকেলটি।

advertisement

আরও পড়ুন –  IMD Weather Alert: ৪০ ডিগ্রি পেরোল পারদ, দামাল হাওয়া, প্রবল ঝড়বৃষ্টি সঙ্গী করে দক্ষিণবঙ্গে উত্তাল বিকেল

বহুবার মাওবাদী হামলা, বন্দুকের গুলি, ল্যান্ডমাইন, RDX, ডিনামাইটের মুখোমুখি হয়েছে এই অ্যান্টি ল্যান্ডমাইন গাড়িটি। কিন্তু কোনো কিছুই এই গাড়িকে তার দায়িত্ব থেকে বিরত রাখতে পারেনি।

View More

আরও পড়ুন –  সিনেমায় নয়, সত্যি ‘বাড়ি থেকে পালিয়ে’, পুলিশ তারপর যা করল রইল ভিডিও

advertisement

সেই MPV গাড়িটি এবার মর্যাদার সহিত পাকাপাকি ভাবে স্থান অর্জন করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার দপ্তরের সংগ্রহশালায়। সুসজ্জিত এই অ্যান্টি ল্যান্ড মাইন গাড়িটি এবার থেকে দেখা মিলবে জেলা পুলিশ সুপার দফতরেই। সোমবার এই ঐতিহ্যবাহী গাড়িটিরই বিশেষ ভাবে আনুষ্ঠানিকভাবে সংরক্ষণ করা হলো জেলা পুলিশ সুপারের অফিসে। পুলিশ সুত্রে জানা গেছে, এই গাড়িটির তাৎপর্য তুলে ধরা হয়েছে। যাতে সাধারন মানুষ জানতে পারে এই MPV গাড়িটির ভুমিকা কি ছিল মাওবাদী আমলের জঙ্গলমহলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

Sovon Das #

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: ৮ বছর জঙ্গলমহলে পুলিশকে সুরক্ষা দিয়ে MPV র জায়গা হল মেদিনীপুর পুলিশ সুপার দফতরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল