সিনেমায় নয়, সত্যি ‘বাড়ি থেকে পালিয়ে’, পুলিশ তারপর যা করল রইল ভিডিও
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Murshidabad News: দুই শিশুকে উদ্ধার করল ফরাক্কা থানার পুলিশ! কিভাবে উদ্ধার হল শিশু, দেখুন ভিডিও
মুর্শিদাবাদ: নিখোঁজ হওয়া একই পরিবারের দুই শিশুকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ প্রশাসন। এমনি ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর মহাদেবনগর এলাকায়। ফরাক্কা থানার পুলিশের প্রচেষ্টায় বালুরঘাট থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হল দুই শিশুকে।
উল্লেখ্য, চলতি মাসে ৯ মে তারিখে নিজের বাড়ি থেকে বিকাল বেলায় খেলাতে বেরিয়ে ছিল রোহিত শেখ (৯) ও রহিম শেখ নাম দুই ভাই। তারপর থেকে নিখোঁজ হয় ওই দুই শিশু । কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না দুই শিশুর। ঘটনার জেরে পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়।
advertisement
advertisement
ফরাক্কা থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে জানা গেছে, বাড়ি থেকে খেলতে যাওয়ার নাম করে বেরিয়ে সংলগ্ন এলাকায় ধুলিয়ান গঙ্গা স্টেশনে চলে যায়, সেখান থেকেই ট্রেনে করে মালদহ চলে যায় তারা, তারপর মালদার প্রশাসন ওই দুই শিশুকে উদ্ধার করে বালুরঘাটের একটি হোমে পাঠিয়ে দেওয়া হয়। ফরাক্কা থানার পুলিশ প্রশাসন তদন্তে নেমে বালুরঘাটের হোম থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে এবং উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
advertisement
ফরাক্কা থানার প্রচেষ্টায় ওই দুইজনকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়ায় খুশি পরিবারের লোকজন। অন্যদিকে নিজের পরিবারের দুই শিশুকে ফিরে পেয়ে বেশ খুশি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।
Kaushik Adhikary
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 12:20 PM IST