Bomb Recovered: বোমা নাকি ‘মুড়ি-মিছরি’! এবার এখান থেকে পাওয়া গেল তাজা সকেট বোমা
- Published by:Debalina Datta
- news18 bangla
- Written by:Pranab kumar Banerjee
Last Updated:
Bomb Recovered: তাজা সকেট বোমা উদ্ধারে চাঞ্চল্য হরিহরপাড়া ও রেজিনগরে প্রায় প্রতিদিনই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে উদ্ধার হচ্ছে বোমা।
মুর্শিদাবাদ: তাজা সকেট বোমা উদ্ধারে চাঞ্চল্য হরিহরপাড়া ও রেজিনগরে প্রায় প্রতিদিনই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে উদ্ধার হচ্ছে বোমা। যা নিয়ে উৎকণ্ঠা বাড়ছে সাধারন মানুষের মধ্যে। ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়াল হরিহরপাড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার হরিহরপাড়া থানার সারিতলা মাঠ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে রাস্তার ধারে জঙ্গলের মধ্যে থেকে একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। ব্যাগ থেকে উদ্ধার হয় ৫টি তাজা সকেট বোমা।
খবর দেওয়া হলে বম্ব স্কোয়াড কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। ঘটনায় তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। অন্যদিকে রেজিনগর থানার গোপালপুর কৈখালি কালভাট মাঠে তল্লাশি চালিয়ে পাটের জমি থেকে জার ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করে পুলিশ। ওই জার থেকে ১৬টি তাজা বোমা উদ্ধার হয়।
আরও দেখুন
advertisement
advertisement
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার হরিহরপাড়া থানার সারিতলা মাঠ সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ। ওই এলাকায় রাস্তার ধারে জঙ্গলের মধ্যে থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। ব্যাগ থেকে উদ্ধার হয় ৫টি তাজা সকেট বোমা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হলে বম্ব স্কোয়াড কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। কে বা কারা কি উদ্দেশ্যে ওই জায়গায় বোমা মজুত রেখেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।
advertisement
তবে এই এলাকায় বোমা উদ্ধারে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। এলাকাবাসী সানোয়ার বিশ্বাস বলেন, এই রাস্তার পাশ দিয়ে সব সময় ছোটবড় সব ধরনের গাড়ি যাতায়াত করে। সাধারন মানুষও সব সময় এই রাস্তা দিয়ে যাতায়াত করে। পুলিশ ঠিক সময়ে বোমাগুলি উদ্ধার না করলে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। পুলিশ তদন্ত করছে তদন্তেই জানা যাবে কে বা কারা এই জায়গায় বোমা মজুত করে। রেখেছিল। অন্যদিকে পাটের জমি থেকে জার ভর্তি তাজা সকেট বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য রেজিনগরে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার গোপালপুর কৈখালী কালভাট মাঠে তল্লাশি চালায় রেজিনগর থানার পুলিশ। তল্লাশি চালিয়ে পাটের জমি থেকে জার ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার হয়। ওই জার থেকে ১৬টি তাজা বোমা উদ্ধার হয়। বোম স্কোয়াড় কর্মীদের খবর দিলে সোমবার ঘটনাস্থলে বোম স্কোয়াড কর্মীরা এসে বোমাগুলি নিক্রিয় করে। কি কারণে কে বা কারা পাটের জমিতে এতগুলো বোমা মজুত করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। এলাকাবাসী মোনাসর হোসেন বলেন, এই এলাকায় সাধারন মানুষের বসবাস। অনেক বাড়ি ঘর আছে। বোমা উদ্ধারে আমরা খুব আতঙ্কে আছি। আমরা চাই পুলিশের তৎপরতায় আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক।
advertisement
Pranab Kumar Banerjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 11:36 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bomb Recovered: বোমা নাকি ‘মুড়ি-মিছরি’! এবার এখান থেকে পাওয়া গেল তাজা সকেট বোমা