কলকাতায় আজকের ফিল লাইক তাপমাত্রা হতে পারে ৪৫ ডিগ্রি সেলসিয়াস অবধি হতে পারে৷ এদিকে বিকেলের দিকে এই প্রবল গরম থেকে মুক্তি দিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। কলকাতায় মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা।Photo Courtesy- Weather.Com
উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে আগামী ৪/৫ দিন হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল ও বুধবার বৃষ্টি বাড়তে পারে হতে পারে ঝড় বা শিলাবৃষ্টি। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ২৪ ঘণ্টায় এবং তারপর মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা।
আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। আগামী দুদিন ও সম্ভাবনা কমলেও এই জেলাগুলিতেই তো এক পশলা ঝড় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। মঙ্গল ও বুধবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
বিহার থেকে তেলেঙ্গানা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা বিহার থেকে ছত্রিশগড় পর্যন্ত থাকবে সোমবারের পর থেকে। আরো বেশি সক্রিয় হবে সোমবারের পর। এর টানে প্রচুর জলীয় বাষ্পে ঢুকছে সাগর থেকে। এই জলীয় বাষ্প বেশিরভাগ উত্তরবঙ্গ ও সিকিমের দিকে যাচ্ছে। দক্ষিণ-পশ্চিমের বাতাসে ভর করে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে।
রাজস্থানে ধুলিঝড় হবে আগামী সোম ও মঙ্গলবার। তাপপ্রবাহের পরিস্থিতি দেশের বেশ কিছু এলাকায়। সোমবার পর্যন্ত উত্তরপ্রদেশে তাপপ্রবাহের পূর্বাভাস। আজ ও কাল মধ্যপ্রদেশ এবং রাজস্থানে তাপপ্রবাহের পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ হতে পারে ছত্তিশগড় এবং ঝাড়খন্ড এলাকায়। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে কঙ্কন অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং কেরলে৷
আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা অসম এবং মেঘালয় রাজ্যে। উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে ও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎসহ ও বৃষ্টি; হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।