পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা তথা বেলদা গঙ্গাধর একাডেমির অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক অতুলচন্দ্র জানা। নিজের বাড়িতেই স্বল্প পরিসরে তিনি একদিকে যেমন ফুলের বাগান সাজিয়েছেন, অন্যদিকে সারাদিন পরিশ্রমে তৈরি করছেন বনসাই। বট, বকুল, আমের মত একাধিক গাছের প্রায় ১৫ থেকে ২০টি বনসাই রয়েছে তার বাড়িতে।
আরও পড়ুন: পোস্ত দানার ওপর রবীন্দ্রনাথ, কুমড়োর বীজের উপর আরও নানা বিখ্যাত ব্যক্তিদের ছবি! দেখলে অবাক হয়ে যাবেন
advertisement
ছোট পাত্রে বড় আকারের গাছকে ছোট করে রাখা এবং তার পরিচর্যা করে রাখাকে বলা হয় বনসাই। মূলত গাছের স্বাভাবিক বৃদ্ধি আটকে, একটি গাছকে বড় করে সুদৃশ্য করে তোলাকে বনসাই বলে ধরা হয়। তবে সেই কাজ অত্যন্ত কষ্টসাধ্য। ছোট থেকেই ইচ্ছে থাকায় অতুল বাবু নিজের বাড়িতেই বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি করেছেন নানান গাছের বনসাই। বাড়িতেই সাজিয়ে রেখেছেন সেই গাছগুলো। সকাল, দুপুর কিংবা বিকেল, গাছের সঙ্গেই সময় কাটে তার।
আরও পড়ুন: তিন ছাত্রীকে নিয়েই হয় ক্লাস! শিক্ষিকাও হাতে গোনা, কেন এই অবস্থা স্কুলের? কারণ জানলে অবাক হবেন
পেশা গ্রন্থাগারিক হলেও নেশা গাছ লাগানো। প্রায় বছর ছয় আগে অবসর গ্রহণের পর তিনি বাড়িতেই বনসাই তৈরি করছেন। কীভাবে তৈরি করা যায় এই বনসাই, অতুল বাবু জানালেন বিস্তারিত। বিক্রি নয় শখের বসে বাড়ির উঠোন কিংবা ছাদে তৈরি করছেন বনসাই। অতুলবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ