TRENDING:

Paschim Medinipur News: অবসর নিয়েছেন, তবে কাজ থেমে নেই! বানিয়েছেন 'এই' বিশেষ গাছ, দেখলে অবাক হবেন

Last Updated:

কাজ থেকে অবসর নিয়েছেন তবে দায়িত্ব অনেক গুনে বেড়ে গিয়েছে তাঁর। বিদ্যালয়ের কর্মজীবন শেষ করে বাড়িতেই শুরু করেছেন গাছের পরিচর্যা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: কাজ থেকে অবসর নিয়েছেন তবে দায়িত্ব অনেক গুনে বেড়ে গিয়েছে তাঁর। বিদ্যালয়ের কর্মজীবন শেষ করে বাড়িতেই শুরু করেছেন গাছের পরিচর্যা। সকাল হোক কিংবা সন্ধ্যা নিয়মিত সময় দিয়ে তৈরি করেছেন একাধিক গাছের বনসাই। এভাবেই গাছের সঙ্গে এবং বনসাই করে সময় কাটছে এক অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিকের। বট, অশ্বত্থ, আম, বকুল গাছের বনসাই তৈরি করেছেন তিনি। স্নান, খাওয়ার সময়টুকু বাদ দিয়ে বাকি সময় কাটে গাছের পরিচর্যায়।
advertisement

পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা তথা বেলদা গঙ্গাধর একাডেমির অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক অতুলচন্দ্র জানা। নিজের বাড়িতেই স্বল্প পরিসরে তিনি একদিকে যেমন ফুলের বাগান সাজিয়েছেন, অন্যদিকে সারাদিন পরিশ্রমে তৈরি করছেন বনসাই। বট, বকুল, আমের মত একাধিক গাছের প্রায় ১৫ থেকে ২০টি বনসাই রয়েছে তার বাড়িতে।

আরও পড়ুন: পোস্ত দানার ওপর রবীন্দ্রনাথ, কুমড়োর বীজের উপর আরও নানা বিখ্যাত ব্যক্তিদের ছবি! দেখলে অবাক হয়ে যাবেন

advertisement

ছোট পাত্রে বড় আকারের গাছকে ছোট করে রাখা এবং তার পরিচর্যা করে রাখাকে বলা হয় বনসাই। মূলত গাছের স্বাভাবিক বৃদ্ধি আটকে,  একটি গাছকে বড় করে সুদৃশ্য করে তোলাকে বনসাই বলে ধরা হয়। তবে সেই কাজ অত্যন্ত কষ্টসাধ্য। ছোট থেকেই ইচ্ছে থাকায় অতুল বাবু নিজের বাড়িতেই বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি করেছেন নানান গাছের বনসাই। বাড়িতেই সাজিয়ে রেখেছেন সেই গাছগুলো। সকাল, দুপুর কিংবা বিকেল, গাছের সঙ্গেই সময় কাটে তার।

advertisement

View More

আরও পড়ুন: তিন ছাত্রীকে নিয়েই হয় ক্লাস! শিক্ষিকাও হাতে গোনা, কেন এই অবস্থা স্কুলের? কারণ জানলে অবাক হবেন

পেশা গ্রন্থাগারিক হলেও নেশা গাছ লাগানো। প্রায় বছর ছয় আগে অবসর গ্রহণের পর তিনি বাড়িতেই বনসাই তৈরি করছেন। কীভাবে তৈরি করা যায় এই বনসাই, অতুল বাবু জানালেন বিস্তারিত। বিক্রি নয় শখের বসে বাড়ির উঠোন কিংবা ছাদে তৈরি করছেন বনসাই। অতুলবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: অবসর নিয়েছেন, তবে কাজ থেমে নেই! বানিয়েছেন 'এই' বিশেষ গাছ, দেখলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল