Birbhum News: পোস্ত দানার ওপর রবীন্দ্রনাথ, কুমড়োর বীজের উপর আরও নানা বিখ্যাত ব্যক্তিদের ছবি! দেখলে অবাক হয়ে যাবেন

Last Updated:

পোস্তর দানার উপর রবীন্দ্রনাথের ছবি! মসুর ডালের ওপর কালী ঠাকুরের ছবি! চালের উপর প্রাপ্তন রাষ্ট্রপতির ছবি! লাইনগুলো পড়ে অবাক হচ্ছেন নিশ্চয়ই? এমনই করে দেখাচ্ছেন বীরভূমের এক সরকারি কর্মচারী।

+
title=

বীরভূম: পোস্তর দানার উপর রবীন্দ্রনাথের ছবি! মসুর ডালের ওপর কালী ঠাকুরের ছবি! চালের উপর প্রাপ্তন রাষ্ট্রপতির ছবি! লাইনগুলো পড়ে অবাক হচ্ছেন নিশ্চয়ই? তবে অবাক হওয়ার কোনও কারণ নেই এমনই করে দেখাচ্ছেন বীরভূমের এক সরকারি কর্মচারী।
পেশায় সরকারি কর্মচারী হলেও নিজের অবসর সময়কে কাজে লাগিয়ে তিনি বিভিন্ন শস্যদানার মধ্যে বিভিন্ন মনীষী থেকে শুরু করে নেতা-নেত্রী এবং রাষ্ট্রপতির ছবি এঁকে থাকেন। এবার কুমড়ো বীজের ওপর বিভিন্ন মনীষীদের ছবি এঁকে অবাক করলেন শিল্পী প্রাণকৃষ্ণ সিমলান্দি।
advertisement
advertisement
বীরভূমের মারগ্রাম থানার অন্তর্ভুক্ত বসোয়া গ্রামের বাসিন্দা শিল্পী প্রাণকৃষ্ণ সিমলান্দি। বাবা রাধাশ্যাম সিমলান্দি ছিলেন রামপুরহাট মহকুমা হাসপাতালের একজন চতুর্থ শ্রেণীর কর্মী। আর সেই কারণেই সবাই বসোয়া ছেড়ে চলে আসেন বীরভূমের রামপুরহাটে। তবে কাজ থেকে বাড়ি ফেরার পথেই হাসপাতালের সামনেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় প্রাণকৃষ্ণ বাবুর বাবার।তবে এই ঘটনার পর আর নিজের গ্রামে ফিরে যাননি প্রাণকৃষ্ণ বাবু।
advertisement
বসোয়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে পড়াশোনার সময় প্রধান শিক্ষক উমাপ্রসন্ন মজুমদারের সহযোগিতায় রং তুলিতে মিলিয়ে মিশিয়ে নিজেকে এক করে ফেলেন প্রাণকৃষ্ণ বাবু। পারিবারিক অনটনের মধ্যে তিনি ছুটেছেন তুলির টানে। বহু জায়গায় পেয়েছেন বহু সম্মান।
advertisement
২০০৪ সালে একটি পোস্তর দানার উপর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ফুটিয়ে তুলেছিলেন তিনি। এরপরে মসুর ডালের উপর প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রাক্তন রেলমন্ত্রীর লালুপ্রসাদ যাদবের প্রতিকৃতি ফুটিয়ে তুলে তাদের হাতে তুলে দেন তিনি।
বর্তমানে রামপুরহাট শহরের ভারশালা পড়ার বাসিন্দা প্রাণকৃষ্ণ বাবু এবার একটি কুমড়োর বীজের উপর বিভিন্ন মনীষীদের ছবি ফুটিয়ে তুলেছেন। প্রাণকৃষ্ণ বাবু। তিনি জানান নিজের কর্মব্যস্তময় জীবনে কাজের ফাঁকে সময় বের করে মধ্য রাত পর্যন্ত সৃষ্টির নেশায় মত্ত হয়ে থাকেন। মাত্র দুদিনের চেষ্টায় কুমড়োর বীজের উপর জল রং দিয়ে মনীষীর ছবি ফুটিয়ে তুলেছেন তিনি।
advertisement
সৌভিক রায়
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: পোস্ত দানার ওপর রবীন্দ্রনাথ, কুমড়োর বীজের উপর আরও নানা বিখ্যাত ব্যক্তিদের ছবি! দেখলে অবাক হয়ে যাবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement