TRENDING:

Paschim Medinipur News: সারা দেশের নানা রাজ্যের লড়াই বেলদায় জমজমাট যোগাসনের আসর

Last Updated:

Paschim Medinipur News: অল ইন্ডিয়া যোগা চ্যাম্পিয়নশিপ আয়োজিত হল বেলদায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলদা: যোগাভ্যাস প্রতিটি মানুষের শরীর ও মন গঠনের জন্য প্রয়োজন। দুই দিনের সারা ভারত যোগা চ্যাম্পিয়নশিপ আয়োজিত হল পশ্চিম মেদিনীপুরের বেলদা তে। দেশের প্রায় ১০ থেকে ১২ টি রাজ্যের প্রতিযোগিতা অংশ নেয় অল ইন্ডিয়া যোগা চ্যাম্পিয়নশিপে। বেসরকারি একটি সংস্থার উদ্যোগে ৬ তম বর্ষে যোগা চ্যাম্পিয়নশিপে প্রায় সাতশোরও বেশি প্রতিযোগী অংশ নেয়।
advertisement

শনি এবং রবিবার বেলদা গঙ্গাধর অ্যাকাডেমিতে এই যোগা চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়। প্রসঙ্গত প্রাচীন সময়কাল থেকে যোগব্যায়াম এবং যোগাভ্যাস এর প্রচলন হয়ে আসছে। বর্তমান সময়েও চিকিৎসা শাস্ত্রেও শরীর সুস্থ রাখার জন্য অন্তর্ভুক্ত হয়েছে যোগাভ্যাস।

আরও পড়ুন -  Paschim Medinipur News: কাঠফাটা রোদে পুড়ছে বাংলা, তার মধ্যে এই রেল স্টেশনে নেই এক বিন্দু জল

advertisement

যোগব্যায়ামের অনুশীলন এর মধ্য দিয়ে আট থেকে ৮০ যেকোনো বয়সে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা রাখা যায়। তবে বর্তমান যুবক প্রজন্ম মজেছে অনলাইনে দুনিয়ায়। হাতে থাকা স্মার্টফোন নষ্ট করছে শৈশব। তবে মোবাইল বিমুখ এই যোগা প্রতিযোগিতায় অংশ নিলো খুদেরাও।

View More

আরও পড়ুন -  Weather Alert: বাংলার বুকে ছোট্ট একটুকরো থর! জ্বলছে রোদের আগুন, আরও বাড়বে তাপমাত্রা

advertisement

প্রাণায়াম যোগাসন এমনকি যোগা নৃত্য পরিবেশিত হয় এই চ্যাম্পিয়নশিপে। সফলদের হাতে পুরস্কারও তুলে দেয়া হয় সংগঠনের তরফে। অসম, ঝাড়খন্ড সহ পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলা থেকে এই চ্যাম্পিয়নশীপে অংশ নেয় প্রতিযোগীরা। মূলত দৈনন্দিন জীবনে যোগাভ্যাসের গুরুত্ব এবং নিজের গুনাবলী সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং সকল প্রতিযোগী দের যোগাসন ও যোগাতে আরো বেশি মনোনিবেশের জন্য এই আয়োজন সংগঠনের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: সারা দেশের নানা রাজ্যের লড়াই বেলদায় জমজমাট যোগাসনের আসর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল