জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতকের এক বাস্তবধর্মী কবি। যাঁর লেখার মধ্যে ছিল মৌলিকত্ব। ১৭ ফেব্রুয়ারি ওপার বাংলায় বরিশালে জন্ম কবির। বিভিন্ন কলেজে অধ্যাপনার পাশাপাশি খড়গপুর কলেজেও ২ বছর তিনি অধ্যাপনার কাজ করেছেন। বেলদাতে কবি জীবনানন্দ দাশের পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা হতে চলেছে। তার আগে কবি-র জন্মবার্ষিকীতে পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠার ভিত্তি প্রস্তর স্থাপনের কাজ হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাস্কর শিল্পী সুধীর মাইতি, শিল্পী গোপাল বসু, ধ্রুপদী হেরিটেজ রিসার্চ ফাউন্ডেশন এর অন্যতম কর্মকর্তা কার্তিক মাইতি সহ অন্যরা।
advertisement
আরও পড়ুন - West Medinipur News: অভিষেক ঘুরে যেতেই দেড়শো বছরের অপ্রাপ্তি পূর্ণ হল মাত্র ১৩ দিনে!
পশ্চিম মেদিনীপুরের বেলদায় শুধু এদিন ভিত্তি স্থাপনের কাজ নয়, কবির জীবনাদর্শ নিয়ে সাহিত্য সভার আয়োজন করা হয়। প্রসঙ্গত বর্তমান মোবাইল নির্ভর সমাজে, কবিতা কিংবা গল্পের বই পড়া প্রবণতা হারিয়েছে। কবি জীবনানন্দ দাশকে ভুলতে বসেছে আপামর বাঙালি। তাই কবি র জন্মদিনে তাকে স্মরণ এবং সাহিত্য আলোচনায় ধ্রুপদী।
Ranjan Chanda