প্রসঙ্গত ভোট ঘোষণার পর থেকে দিকে দিকে রাজনৈতিক হিংসার ঘটনা সামনে আসছে। কোথাও মনোনয়ন ঘিরে বাঁধছে অশান্তি। তবে সুস্থ রাজনীতির এক অন্য ছবি দেখল পশ্চিম মেদিনীপুর।
শালবনির গবরু এলাকায় একই পরিবারে দুই জা দুই দলের প্রার্থী। শালবনীর গোবরু এলাকার কুন্ডু পরিবার। এই পরিবারের এক বড় জা ঊষা কুন্ডু তৃণমূলের জেলা পরিষদে প্রার্থী। এবং ছোট জা বিজেপির জেলা পরিষদে প্রার্থী। ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ চরমে। তবে ঘরে বা ব্যক্তিগত সম্পর্কে নেই কোন উত্তাপ।
advertisement
জানা গিয়েছে উষা কুন্ডু, ২০১৮ সালে তৃণমূলের প্রতীকে জয়লাভ করেছিলেন। তখনও তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তার ছোট জা চন্দনা। দুজনের বাড়ির মধ্যে দূরত্ব দেড়শো মিটার তবে মনের কোন দূরত্ব নেই। পরিবার কিংবা রাজনীতির মধ্যে শুধু প্রতিদ্বন্দ্বিতা বা দূরত্ব নয়, উষা দেবী সুপারভাইজার এবং চন্দনা দেবী শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা। নির্বাচনে একজনের জয় ও অপরজন পরাজিত হলেও কর্মক্ষেত্রে কিংবা পরিবারে কোন সমস্যা হয়নি দুজনের। বেশ কয়েক বছর ধরে রাজনীতির এক অন্য সমীকরণ দেখছে শালবনী।
রঞ্জন চন্দ