পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোগলমারী এলাকার বাসিন্দা প্রশান্ত বাবু আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সচেতনতামূলক কবিতা লিখেছেন। ভোটে হিংসে নয়, কিংবা গণতন্ত্র মজবুত করতে শান্তিপূর্ণ ভোট চাই, একাধিক দু লাইনের কবিতা লেখা প্ল্যাকার্ড প্রস্তুত করছেন তিনি।ভোটের আগে এই সচেতনতামূলক প্ল্যাকার্ড তিনি নারায়ণগড়, কেশিয়াড়ি এবং দাঁতনের বিভিন্ন ভোটকেন্দ্রে দেবেন।
advertisement
আরও পড়ুন: দক্ষিণ ২৪ পরগনায় মনোনয়ন জমা দেওয়ার হিড়িক, জমা পরা মনোনয়নের সংখ্যা জানলে অবাক হবেন
মোগলমারী বাস স্ট্যান্ড এলাকায় প্রশান্তবাবুর ছোট্ট মুদি দোকান রয়েছে। মুদি দোকানের অর্থে সংসার চালানোর পাশাপাশি নিজের শখের বশেই এই সচেতনতামূলক প্রচার চালান তিনি।ভোটের আগে কেন্দ্রে লেখেন এই ধরনের প্ল্যাকার্ড।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে বড় পদক্ষেপ! অশান্তি এড়াতে নতুন পন্থা নিল পুলিশ
শুধু এবারে নয়, প্রায় বেশ কয়েক বছর ধরেই তিনি এই প্রচার চালিয়ে আসছেন। বারংবার নানা কটাক্ষেরও শিকার হতে হয়েছে তাঁকে।তবে তিনি দমে যাননি। নিজের ইচ্ছেতেই তিনি এই কাজটি করেন। প্রশান্তবাবুর বক্তব্য, তারই সচেতনতামূলক কবিতার মধ্য দিয়ে যদি হিংসা, হানাহানি বন্ধ হয়, তাতে সাধারণ মানুষেওরই লাভ হবে।
রঞ্জন চন্দ