চন্দ্রকোনা পৌরসভার একাধিক ওয়ার্ডে দিন কয়েক আগে খোলা ছিলো পথ বাতিস্তম্ভর ইলেকট্রিক বোর্ড গুলি। সেই খবর সম্প্রচার করার কয়েক মুহূর্তের মধ্যেই সেই ইলেকট্রিক বোর্ড গুলিকে ঢেকে ফেলে পৌরসভা। এবার খোদ গ্রামীণ হাসপাতাল চত্বরে অসচেতনতার ছবি। গ্রামীণ হাসপাতাল চত্বরে একাধিক বাতি স্তম্ভে খোলা রয়েছে ইলেকট্রিক বোর্ড, যেকোনও সময় ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা।
advertisement
আরও পড়ুনঃ দীর্ঘ ১০ বছর হয়নি এই রাস্তার কাজ! সমস্যায় গ্রামবাসীরা
পাশাপাশি বর্ষার মরসুমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল চত্বরে থাকা রোগীর পরিজনেরা যেকোনও মুহূর্তে অখেয়ালী হলেই হাত চলে যেতে পারে ঐ বাতি স্তম্ভের খোলা ইলেকট্রিক বোর্ড গুলিতে। ইতিমধ্যে এই বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন, প্রশ্ন তুলছে সাধারণ মানুষ।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে বদলী হলেন পশ্চিম মেদিনীপুরের CMOH
তবে এবিষয়ে চন্দ্রকোনার ব্লক স্বাস্থ্য আধিকারিক স্বপ্ননীল মিস্ত্রি বলেন, বিদ্যুতের বিষয়টি দেখাশোনা করে পৌরসভা। কিছুদিন আগে বিদ্যুতের সমস্যা হওয়ায় পুরসভায় অভিযোগ জানানো হয়েছিল, মেরামতের জন্য হয়ত বোর্ড গুলি খোলা রাখা হয়েছে। আমরা আবারও পুর কর্তৃপক্ষকে খোলা বোর্ড গুলি ঢেকে ফেলতে আবেদন জানাব।
Partha Mukherjee