কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু। এই কর্মশালাতে বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন, গবেষণাপত্র তৈরির বিশেষজ্ঞ সংস্থার সঙ্গে যুক্ত তিন স্বনামধন্য ব্যক্তিত্ব, যথাক্রমে- ড. তৃষিতা নন্দী চ্যাটার্জি, কৃষ্ণজা সা সাসিন্দ্রন এবং বিশাল গুপ্তা। এছাড়াও উপস্থিত ছিলেন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. জয়ন্ত কিশোর নন্দী, সায়েন্স বিভাগের ডিন অধ্যাপক সত্যজিৎ সাহা, কলা ও বাণিজ্য বিভাগের ডিন অধ্যাপক তপন কুমার দে, IQAC'র দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মধুমঙ্গল পাল প্রমুখ।
advertisement
আরও পড়ুনঃ অক্সিজেন সিলিন্ডারের ভাল্ব ছিটকে গুরুতর আহত হাসপাতালে কর্মরত এক আয়া
ড. পাল জানিয়েছেন, "বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ১৪০ জন গবেষক তথা অধ্যাপক এদিনের এই কর্মশালাতে অংশগ্রহণ করে নিজেদের সমৃদ্ধ করেছেন। তাঁরা এবার তাঁদের অধীনে থাকা গবেষকদের পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট সংক্রান্ত আইনি পরামর্শ দান করতে পারবেন।" উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু জানিয়েছেন, "গবেষকদের গবেষণার মান আরো উন্নত করা, পেটেন্ট ফাইলিংয়ে উৎসাহিত করা এবং এই সংক্রান্ত খুঁটিনাটি বিষয়গুলি তুলে ধরার ক্ষেত্রে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করি।"
Partha Mukherjee