TRENDING:

West Midnapore News: পশ্চিম মেদিনীপুরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর

Last Updated:

পঞ্চায়েত এলাকায় সাফাই কর্মীরা প্রতিটি গ্রামে গ্রামে ঘুরে মশার লার্ভানাশক স্প্রে করছে নালা নর্দমা বা জমে থাকা জলে। পাশাপাশি আশাকর্মীরা বাড়ি বাড়ি পরিদর্শন করছেন, যাদের জ্বর হচ্ছে, তাদের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে দ্রুততার সঙ্গে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ। উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর। জেলা স্বাস্থ্য দফতর থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী গত দু’সপ্তাহে গোটা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৩৫ জন। এর মধ্যে সব থেকে বেশি রয়েছে দাসপুর ১ নং ব্লকে। এই ব্লকে দু’সপ্তাহে আক্রান্ত হয়েছে ১২ জন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্য শঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, এবছর অর্থাৎ ২০২২ এর গতকাল অর্থাৎ ১৬ সেপ্টেম্বর পর জেলায় মোট ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১২১ জন। এর মধ্যে গত দু’সপ্তাহে ৩৫ জন। তবে জেলা স্বাস্থ্য দফতর সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে ডেঙ্গি প্রতিরোধে।
advertisement

আরও পড়ুন Durga Puja Travel: পুজোর ভ্রমণে এবারের গন্তব্য হোক সুন্দরবন 

পঞ্চায়েত এলাকায় সাফাই কর্মীরা প্রতিটি গ্রামে গ্রামে ঘুরে মশার লার্ভানাশক স্প্রে করছে নালা নর্দমা বা জমে থাকা জলে। পাশাপাশি আশাকর্মীরা বাড়ি বাড়ি পরিদর্শন করছেন, যাদের জ্বর হচ্ছে, তাদের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে দ্রুততার সঙ্গে। একই সঙ্গে গ্রামবাসীদের সচেতনও করা হচ্ছে পঞ্চায়েত ও স্বাস্থ্য দফতরের তরফে। বিভিন্ন স্থানে জমে থাকা জলের পাত্র উল্টে দেওয়া, যাতে কোথাও জল জমা না হয়, সেগুলি নজরদারি করা, এসবই করা হচ্ছে পঞ্চায়েত প্রশাসন ও স্বাস্থ্য দফতরের তরফে। কিন্তু মানুষজনকে আরও সচেতন হওয়া উচিত বলেই মনে করেন ডাঃ সারেঙ্গী।

advertisement

আরও পড়ুন Durga Puja 2022: আহেলী-র পুজোর ভোজে মিলবে জেলার স্বাদ!

View More

অন্যদিকে মেদিনীপুর পৌর প্রসাশনও যথেষ্টই তৎপর হয়েছে ডেঙ্গি প্রতিরোধে। ইতিমধ্যেই পুরসভা এলাকার সাফাই কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, একবেলার পরিবর্তে দুবেলা পুরসভা এলাকায় মশার লার্ভানাশক স্প্রে করার জন্য। একই সঙ্গে পৌর এলাকাতেও পৌরসভার তরফে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে। সব মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতরের সহযোগিতায় শহরাঞ্চলে ডেঙ্গি্ প্রতিরোধে যেমন তৎপর ভূমিকা পালন করছে জেলার পুরসভাগুলি, তেমনই গ্রামাঞ্চলেও ডেঙ্গি প্রতিরোধে নানা পদক্ষেপ গ্রহন করছে পঞ্চায়েত প্রশাসনও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

Partha Mukherjee 

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: পশ্চিম মেদিনীপুরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল