সৌমেন খান আরও জানান, মেদিনীপুর পুরসভা এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করে তোলার। সেইমত মানুষের দাবিকে প্রাধান্য দিয়ে ১৫ নং ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্র চালু করা হল। এরপর মেদিনীপুর পুরসভার আরও বেশকিছু ওয়ার্ডে এই ধরনের সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর স্বাস্থ্য বিভাগ ও মেদিনীপুর পুরসভার উদ্যোগে।
advertisement
আরও পড়ুনঃ ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে 'সহায়' প্রকল্পের উদ্বোধন
প্রসঙ্গত, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীর চাপ কমাতে ইতিমধ্যেই গ্রামীন উপস্বাস্থ্য কেন্দ্র গুলোর চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন ঘটানোর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। এবার সুস্বাস্থ্য কেন্দ্র গুলোকেও চিকিৎসার উপযোগী করে তুলতে পৌর এলাকায় নতুন সুস্বাস্থ্য কেন্দ্র এবং পঞ্চায়েত এলাকার সুস্বাস্থ্য কেন্দ্র গুলিকে আরও উন্নততর করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
Partha Mukherjee