ঘড়ির কাটায় তখন প্রায় রাত ১ বাজে। মেদিনীপুর শহর সংলগ্ন কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েত এলাকার গোপগড়ে মেদিনীপুর-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে জনা কুড়ি তৃণমূল কর্মী। সকলের হাতেই তৃণমূলের দলীয় পতাকা। পুলিশের কায়দায় রাজ্য সড়ক দিয়ে যাতায়াতকারী গাড়িদের আটকে জিজ্ঞাসাবাদ করছে তারা। কোথায় যাবে? কার কাছে যাবে?
আরও পড়ুন ঃ যে দিকে দুই চোখ যায়, মাথার উপর শুধু কালো তার, তার জটে আবদ্ধ মেদিনীপুর
advertisement
গাড়িতে কি আছে? গাড়ি চালক ও অন্যান্যদের এমনই জেরা করছেন তৃণমূল কর্মীরা। তৃণমূলের দাবি, এলাকায় ভোট কিনতে টাকা আনছে বিজেপি। তাই রাতে এবং দিনে পালা করে তৃণমূল কর্মীরাই পাহারা দেবে বিভিন্ন পাড়ার মোড়ে মোড়ে।
এর আগে বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিল শাসক দল তৃণমূল। এবার ভোট প্রভাবিত করার অভিযোগ। তাই পাড়ার মোড়ে পাহারাদার তৃণমূল কর্মীরা। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় এই পাহারাদারি চলবে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।
Ranjan Chanda