TRENDING:

Panchayat Election 2023: রাতে পাহারা দেবে তৃণমূল কর্মীরা, চালানো হবে গাড়ি আটকে নাকা চেকিং

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনে আগে নাকা চেকিং করবে খোদ তৃণমূল কর্মীরা। বাইরে থেকে টাকা নিয়ে এসে ভোট কিনতে চাইছে বিজেপি অভিযোগে পাহারাদার বসানোর সিদ্ধান্ত তৃণমূলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর: ভোট এলেই বিভিন্ন রাস্তায় পাড়ার মোড়ে দেখা যায় নাকা চেকিং। গাড়িতে কারা আসছে, কি নিয়ে আসছে, কোথায় যাচ্ছে সমস্ত কিছু খুঁটিনাটি খতিয়ে দেখেন পুলিশ অফিসাররা। তবে পঞ্চায়েত নির্বাচনে আগে পুলিশের নাকা চেকিং নয়, নাকা চেকিং করবে খোদ তৃণমূল কর্মীরা। বাইরে থেকে টাকা নিয়ে এসে ভোট কিনতে চাইছে বিজেপি, এমনই অভিযোগ তুলে পাড়ায় পাহারাদার বসানোর সিদ্ধান্ত তৃণমূলের। তৃণমূল কর্মীরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন রাস্তার মোড়ে দাঁড়িয়ে বিভিন্ন গাড়িতে তারা তল্লাশি করবে। যাতে বাইরে থেকে কেউ এসে ভোট প্রভাবিত করবার না চেষ্টা করে। এমনই মত তৃণমূল জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতির।
advertisement

ঘড়ির কাটায় তখন প্রায় রাত ১ বাজে। মেদিনীপুর শহর সংলগ্ন কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েত এলাকার গোপগড়ে মেদিনীপুর-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে জনা কুড়ি তৃণমূল কর্মী। সকলের হাতেই তৃণমূলের দলীয় পতাকা। পুলিশের কায়দায় রাজ্য সড়ক দিয়ে যাতায়াতকারী গাড়িদের আটকে জিজ্ঞাসাবাদ করছে তারা। কোথায় যাবে? কার কাছে যাবে?

আরও পড়ুন ঃ যে দিকে দুই চোখ যায়, মাথার উপর শুধু কালো তার, তার জটে আবদ্ধ মেদিনীপুর

advertisement

গাড়িতে কি আছে? গাড়ি চালক ও অন্যান্যদের এমনই জেরা করছেন তৃণমূল কর্মীরা। তৃণমূলের দাবি, এলাকায় ভোট কিনতে টাকা আনছে বিজেপি। তাই রাতে এবং দিনে পালা করে তৃণমূল কর্মীরাই পাহারা দেবে বিভিন্ন পাড়ার মোড়ে মোড়ে।

View More

এর আগে বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিল শাসক দল তৃণমূল। এবার ভোট প্রভাবিত করার অভিযোগ। তাই পাড়ার মোড়ে পাহারাদার তৃণমূল কর্মীরা। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় এই পাহারাদারি চলবে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Panchayat Election 2023: রাতে পাহারা দেবে তৃণমূল কর্মীরা, চালানো হবে গাড়ি আটকে নাকা চেকিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল