আরও পড়ুন: রেল লাইনের পাশে ওটা কী পড়ে? কাছে যেতেই আঁতকে উঠল এলাকাবাসী
বৃহস্পতিবার সকালে খড়গপুরের দিকে থেকে জাতীয় সড়ক ধরে ওড়িশার দিকে যাচ্ছিল গাড়িটি। নারায়ণগড়ের উকুনমারি এলাকায় অন্য একটি গাড়ির পিছনে এটি ধাক্কা মারে। যদিও গতিবেগ খুব একটা না থাকায় এই ধাক্কার ফলে কেউ হতাহত হয়নি। কিন্তু গাড়িটিতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলে ওঠে সেটি। সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষ ছুটে এসে জ্বলন্ত গাড়ি থেকে চালককে কোনোরকমে উদ্ধার করে।
advertisement
পরে খবর পেয়ে খড়গপুর থেকে দমকলকর্মীরা এসে ওই আগুন নেভায়। এই ঘটনার জেরে খড়গপুর-বালেশ্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আবার এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক ধরে যান চলাচল স্বাভাবিক হয়।
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
July 13, 2023 5:39 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলে উঠল চলন্ত গাড়ি!