শুক্রবার দুপুর পর্যন্ত হাসপাতলে ভর্তি হতে হয়েছিল ১৫ জনকে। যদিও রবিবার দুপুরে স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ি হাসপাতালে চিকিৎসাধীন ৭ জন। সকলেরই বমি পেট খারাপ সহ একাধিক উপসর্গ রয়েছে। এই তালিকায় রয়েছেন শালবনী গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডা. কৌশিক সিং। চন্দ্রকোনা এলাকার বাসিন্দা ওই চিকিৎসক শুক্রবার দুপুর থেকে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। তবে আপাতত তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল।
advertisement
অন্যদিকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে একই পরিবারের ছয় জন চিকিৎসাধীন আছে বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর।জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, একটি দোকানে দই খেয়ে এলাকায় অনেকেই অসুস্থ হয়েছেন। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন – Shukra Gochar 2023: রাত পোহালেই শুক্রের গোচর তৈরি হচ্ছে গজলক্ষ্মী যোগ, অর্থের সুনামি ‘এই’ রাশিদের জীবনে
ইতিমধ্যেই দই এর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।ইতিমধ্যে সকলের অবস্থা স্থিতিশীল।
জানা গেছে, চন্দ্রকোনার খিরকিবাজার এলাকায় একটি নামকরা মিষ্টির দোকানে দই কিনে খেয়েছিলেন একাধিক জন। শুক্রবার সকাল থেকেই তাদের নানা উপসর্গ দেখা যায়। আক্রান্তদের মধ্যে শিশু-কিশোর থেকে বয়স্করা রয়েছেন।অসুস্থ ওই চিকিৎসক জানিয়েছেন, শুক্রবার দই কিনে বাড়ির সকলেই খেয়েছিলেন। পরে ডিউটিতে যোগ দেওয়ার পর নানান উপসর্গ দেখা যায়।তবে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য রয়েছে এলাকা জুড়ে।
Ranjan Chanda