মোনালিসার অভিযোগ, কয়েকদিন আগে দিল্লি থেকে বিবেক মোনালিসাকে ছেড়ে ঘাটালের নতুকে তার বাড়িতে ফিরে আসে। সেই সময় মোনালিসাও বিবেকের পিছু পিছু পৌঁছে যায় ঘাটালে। ঘাটালে বিবেক ও মোনালিসার দেখা হয়নি বলে দাবি মোনালিসার।মোনালিসার আরও দাবি, মঙ্গলবার ঘাটালে বিবেকের সঙ্গে তার শেষ সাক্ষাৎ হয়। তখনই বিবেক মোনালিসার হাত থেকে তার মোবাইল ও মানিব্যাগ ছাড়িয়ে নিয়ে পালিয়ে যায়।
advertisement
তারপরই মঙ্গলবার দুপুর থেকে মোনালিসা সোজা বিবেকের বাড়ির সামনে ধর্নায় বসেছেন। মোনালিসা চায়, যে বিবেকের বাবা-মা তাকে গৃহবধূ হিসাবে স্বীকৃতি দিক। এই দাবি নিয়ে ধর্নায় বসে আছেন মোনালিসা। মোনালিসার সঙ্গে ছিলেন কলকাতার এক অস্থায়ী গাড়ির চালক। ওই গাড়ির চালক জানায়, কলকাতায় বিবেক মোনালিসাকে বিয়ে করেছিল এবং সেখানে বিয়ের পর অনুষ্ঠান হয়েছিল, যেখানে তিনিও উপস্থিত ছিলেন। সমস্ত ঘটনা তার চোখের সামনে হয়েছে, এখন কেন বিবেক সবকিছু অস্বীকার করছে তা বলতে পারব না।
Partha Mukherjee