এদিকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মেদিনীপুর সহ সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবারের বৃষ্টির পর সেই তাপমাত্রা বেশ খানিকটা কমবে বলে অনুমান। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত। আগামী ৪৮ ঘণ্টায় সেটি নিম্নচাপে পরিণত হতে পারে।
advertisement
আরও পড়ুন: 'পায়ে পড়ি বাঘ মামা, তুমি যে ঘরে কে তা জানত!' বেড়াতে গিয়ে বাঘের কবলে নুসরত-যশ! ভাইরাল
আরও পড়ুন: ২৬ জন বন্দি এইডস আক্রান্ত! কী চলে জেলে? যৌনচক্র? ভয়াবহ ঘটনা
নিম্নচাপ তৈরি হলে দক্ষিণবঙ্গের ভাগ্যে আগামী শুক্রবার শনিবারও জুটতে পারে বৃষ্টি। ইতিমধ্যে দুই মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনায় আগামী শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। উল্লেখ্য যে, কয়েকদিন আগেও বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছিল। আর তার প্রভাবে বর্ষা শেষে বৃষ্টির কিছুটা ঘাটতি মিটে ছিল দক্ষিণবঙ্গে। তারপর থেকে ফের তাপমাত্রা চড়চড় করে বেড়েছে। এবার শরতের শুরুতেও নিম্নচাপের ফলে দাক্ষিণ্যে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে অসহ্য গরম থেকেও দক্ষিণবঙ্গবাসীর মুক্তি মিলতে পারে বলে মনে করা হচ্ছে।
Partha Mukherjee