AIDS: ২৬ জন বন্দি এইডস আক্রান্ত! কী চলে জেলে? যৌনচক্র? ভয়াবহ ঘটনা

Last Updated:

AIDS: এক সঙ্গে ২৬ জন বন্দির শরীরে মিললো এইচআইভি! চরম শোরগোল !

#উত্তরপ্রদেশ:  ভয়াবহ ঘটনা। উত্তরপ্রদেশের বারাবাঙ্কি জেলের ঘটনা জানলে ভয় পেয়ে যাবেন! সম্প্রতি সেখানে সব বন্দিদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। আর সেই পরীক্ষাতেই সামনে আসে ভয়াবহ রিপোর্ট। যা তুলছে নানা প্রশ্ন। জানা যায় জেলে বন্দিন্দের শরীরে মিলেছে এইডস। ২৬ জন আসামি এইডস আক্তান্ত। এর পরেই নানা প্রশ্ন উঠছে। বহুদিন ধরেই জেলে বন্দি ওই আসামিরা! কী করে তাঁদের শরীরে এইডস পাওয়া গেল! তবে কী গোপনে চলে যৌনচক্র!
লখনউয়ের রাম মনোহর লোহিয়া হাসপাতালে আক্রান্তদের এআরটি থেরাপি চলছে। ওই জেলে বন্দি ৭০ জন মহিলার এইচআইভি টেস্ট করা হবে। তবে কী জেলের মধ্যেই চলত যৌনাচার? এই ঘটনা যদিও নতুন নয়। জেলে নানা খারাপ কাজ চলে। বর্তমান সময়ে জেলের অবস্থার উন্নতি কিন্তু তেমন হয়নি। বিশেষ করে উত্তরপ্রদেশের মতো জায়গায় নানা অবৈধ ঘটনা প্রায় সামনে আসে। তার মধ্যে এই ঘটনায় ফের শোরোগোল শুরু হয়।
advertisement
advertisement
জানা যায় ওই জেলে ১০ অগাস্ট একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই ঘটে যায় এই চাঞ্চল্যকর ঘটনা। তিন দফায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। আক্রান্ত বন্দিদের সঙ্গে সঙ্গে অন্যত্র স্থানান্তরিত করা হয়। জানা যায় মোট ২০০ জন বন্দির পরীক্ষা হয়। তবে বাকি সব বন্দিদের এবার টেস্ট করা হবে। তবে যৌনাচার নিয়ে প্রশ্ন উঠলেও, সে বিষয়ে কেউ কিছু জানাননি!
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
AIDS: ২৬ জন বন্দি এইডস আক্রান্ত! কী চলে জেলে? যৌনচক্র? ভয়াবহ ঘটনা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement