দুর্ঘটনার সেই আওয়াজ কয়েকজন স্থানীয় বাসিন্দার কানে যায়। তাঁরাই কোতোয়ালি থানায় খবর দিলে, ভোর ৩টা নাগাদ পুলিশ পৌঁছে তাঁদের সংজ্ঞাহীন ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। চিকিৎসকেরা অবশ্য মৃত ঘোষণা করেন! দুই কিশোরের নাম যথাক্রমে- রূপম চ্যাটার্জি (১৭) ও দেবব্রত কর (১৬)। রূপমের বাড়ি পাটনা বাজার সংলগ্ন জুগনুতলা এলাকায় এবং দেবব্রত'র বাড়ি ভোলা ময়রার চকে বলে জানা গেছে। ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
advertisement
আরও পড়ুন: চা থেকে পান! নানা খাবারে সেজেছে বর্ধমানের খাদ্য মেলা! রইল ভিডিও
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বন্ধু একটি জন্মদিনের অনুষ্ঠান সেরে গভীর রাতে খড়্গপুরের দিক থেকে ফিরছিলেন। বাইকের গতি তীব্র ছিল এবং মাথায় হেলমেট ছিল না বলেই প্রাথমিক অনুমান! তাঁদের সামনে পেছনে আরও কোনও বন্ধু বান্ধব বাইকে ছিলেন কিনা, তাও নিশ্চিতভাবে জানা যায়নি। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, "জগন্নাথ মন্দির চকের ঠিক কাছেই দুর্ঘটনাটি ঘটে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে, একটা বিকট আওয়াজ পেয়েছিলেন স্থানীয়রা। বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ছেলে দুটি পড়ে গিয়েছিল না অন্য কোনও গাড়ি বা বাইকের ধাক্কায় হয়েছে তা পুলিশি তদন্তের শেষে বোঝা সম্ভব। স্থানীয়রা পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ দ্রুত পৌঁছে তাঁদের মেদিনীপুর মেডিক্যালে পাঠানোর ব্যবস্থা করে। হাসপাতালে তাদের মৃত বলে ঘোষণা করা হয়।
Partha Mukherjee