অবশেষে পুজোর আগে আন্দোলনের অষ্টম দিনের মাথায় সকাল ১০ টা নাগাদ কর্মবিরতি আন্দোলন প্রত্যাহার করে নেন সংগঠনের সদস্যরা। বুধবার সকাল থেকেই আলোচনা চলছিল মেদিনীপুর সরকারি বাস ডিপোতেই। তৃনমূলের শ্রমিক সংগঠন আই.এন.টি.টি.ইউ.সির জেলার নেতৃত্ব এবং মেদিনীপুর SBSTC ডিপোর অস্থায়ী কর্মীদের আলোচনার মধ্য দিয়ে আন্দোলন প্রত্যাহার করে নেন সরকারি বাসের অস্থায়ী কর্মীরা।
advertisement
আরও পড়ুন: ছাতা মাথায় বসতে হয়! ঘরে শ্যাওলা, জঙ্গল! এটা হাসপাতাল নাকি আবর্জনার স্তুপ!
তবে সাধারণ মানুষের কথা মাথায় রেখেই, পুজোর আগে বাসযাত্রীদের হয়রানির হাত থেকে রক্ষা দিতে অবশেষে কর্মবিরতি আন্দোলন প্রত্যাহার করা হল বুধবার বলে জানিয়েছেন পরিবহন কর্মীরা। তবে এদিন সরকারি বাস পরিষেবা পুনরায় চালু হওয়ায় বাসযাত্রীরা অনেকটাই খুশি। এদিন সরকারি বাস গুলিতে যাত্রী সংখ্যাও ছিল অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশী। এদিন দুয়েকটি ছাড়া সমস্ত রুটের সরকারি বাসই নেমেছিল রাস্তায়।
Partha Mukherjee