মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপি'র সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী ও অন্যান্যরা সোমবার যুবকের বাড়িতে গিয়ে এই সংক্রান্ত সমস্ত কাগজপত্র পৌঁছে দেন। তাঁরা জানান, সাংসদ দিলীপ ঘোষের তরফেই তাঁদের পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বাংলার 'ভানগড়'! ভূতের তাণ্ডবে গ্রাম ছাড়া মানুষ! শুধু লক্ষ্মী পুজোয় জ্বলে আলো!
গৌরীশঙ্কর অধিকারী জানিয়েছেন, "প্রধানমন্ত্রীর দফতরের তরফে এই অর্থ সাহায্য করা হয়েছে। আমরা মুম্বইতে ওর থাকা ও খাওয়ার ব্যবস্থাও বিনামূল্যে করে দেওয়ার উদ্যোগ নিচ্ছি। এই বয়সেই মারণ রোগে আক্রান্ত হয়েছে মানস, আমরা চাই ও দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক।" অন্যদিকে ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেয়ে আশায় বুক বাঁধছে মানস দাসের পরিবার। মানস দাসের পরিবারের দাবি, তাঁদের ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরলে তাঁরা সর্বদা কৃতজ্ঞ থাকবেন মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ ও সর্বপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি।
advertisement
Partha Mukherjee