Bardhaman News : বাংলার 'ভানগড়'! ভূতের তাণ্ডবে গ্রাম ছাড়া মানুষ! শুধু লক্ষ্মী পুজোয় জ্বলে আলো!

Last Updated:

Bardhaman News : গোটা গ্রামে অপদেবতার বাস! ভয়ে গ্রাম ছাড়া সকলেই। বর্ধমানের বেনাগ্রামে শুধু মাত্র লক্ষ্মী পুজোতেই ফেরে মানুষ। মানুষ-হীন ভূতুড়ে গ্রামের ভিডিও চমকে দেবে!

+
বেনাগ্রাম

বেনাগ্রাম ঢোকার মুখের রাস্তা।

#পশ্চিম বর্ধমান : কুলটির বেনাগ্রাম। একসময় এই গ্রামে বসবাস ছিল মানুষের। কিন্তু হঠাৎ করেই বদলে যায় ছবিটা। গ্রাম ছেড়ে বাইরে চলে যেতে শুরু করেন গ্রামের মানুষ। কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ ফাঁকা হয়ে যায় কুলটির বেনাগ্রাম। তারপর কয়েক দশক ধরে ফাঁকা পড়ে থেকে কার্যত ভুতুড়ে চেহারা নিয়েছে এই গ্রামটি। পরিত্যক্ত বেনা গ্রাম জনমানবহীন হয়ে পড়ে থাকে সারা বছর। সেখানে যাতায়াত করেন না কেউ। অনেকেই অভিযোগ করেন, বেনাগ্রামে হঠাৎ করেই অপদেবতার উপদ্রব শুরু হয়েছিল। যে উপদ্রব এখনও বহাল রয়েছে। আবার অনেকেই বলেন, দুষ্কৃতীরা ওই জায়গায় নিজেদের দখলদারি চালিয়ে যাচ্ছে। তবে এত কিছুর মধ্যেও, বছরের দু'দিন পুরনো চেহারা ফিরে পায় পরিত্যক্ত বেনাগ্রাম। লক্ষ্মী দেবীর আগমনে আলো জলে বেনাগ্রামে। পরিত্যক্ত গ্রামেই হয় ধনদেবীর আরাধনা।
গ্রামের আদি বাসিন্দারা জানিয়েছেন, গ্রামে একসময় অনেকগুলি পরিবারের বসবাস ছিল। ছিল পাকা বাড়ি। কিন্তু সেসময় বিদ্যুৎ এবং যাতায়াতের ব্যবস্থা ভাল ছিল না। প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু সেই দাবি সম্পূর্ণ হয়নি। তারপরেই গ্রামের বেশিরভাগ মানুষ আশপাশের অন্যান্য জায়গায় চলে যেতে শুরু করেন। স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন সেখানেই।
advertisement
advertisement
যদিও গ্রামের বাসিন্দারা অপদেবতার বিষয়টিতে তেমনভাবে আমল দিতে চান না।কিন্তু বর্তমানের বেনাগ্রাম দিনের আলোতেও ভূতুড়ে চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকে। আশপাশের অনেকেই এখনও বেনাগ্রামে অপদেবতার উপদ্রব রয়েছে বলেই বিশ্বাস করেন। এমনকি জেলা প্রশাসনের তরফ থেকেও বেনা গ্রামে এই ভূতুড়ে পরিবেশকে কেন্দ্র করে পর্যটন স্থল গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হচ্ছে। তবে বছরের অন্যান্য সময় যেমনই থাকুক না কেন, দুদিনের জন্য বেনাগ্রাম ফিরে পায় কয়েক দশক আগের চেহারা।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Bardhaman News : বাংলার 'ভানগড়'! ভূতের তাণ্ডবে গ্রাম ছাড়া মানুষ! শুধু লক্ষ্মী পুজোয় জ্বলে আলো!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement