ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা এবং গোয়ালতোড় থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যালে পাঠায়। বন দফতর সূত্রে জানা গেছে, এদিন সকালে এলাকায় হাতিটি প্রবেশ করলে এলাকার মানুষেরা হাতিটির পিছু ধাওয়া করে এবং বিভিন্ন ভাবে দাঁতাল হাতিটিকে বিরক্ত এবং উত্যক্ত করে, ফলে হাতিটি রেগে গিয়েও প্রাণহানির ঘটনা ঘটাতে পারে।
advertisement
আরও পড়ুন: অষ্টমীর রাতে বন্ধুরা ডেকে নিয়ে যায় যুবককে! তিন দিন পর ভয়াবহ অবস্থা হল যুবকের!
বন দফতরের তরফে আরও জানানো হয়, বারবার বন বিভাগের পক্ষ থেকে গ্রামের মানুষদের সচেতন করা হয়, বারবার আবেদন করা হয়, যাতে কেউ কোনও ভাবে হাতিকে উত্যক্ত না করে, সর্বদা হাতির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়। তারপরেও গ্রামের মানুষদের টনক নড়ে না। যার ফলে প্রায়শই এই ধরণের প্রাণহানির ঘটনা ঘটছে। তবে হাতির আক্রমনে মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে বন দফতর সূত্রে জানা গেছে।
Partha Mukherjee