স্থানীয় সুত্রে জানা যায়, পাঁচখুরি ২ নং অঞ্চলের পঞ্চায়েত সদস্য সেখ সৈয়দ আলী তার পুকুরে বিদ্যুতের তার দিয়ে ঘিরে রেখেছিল, যাতে কেউ পুকুর থেকে মাছ চুরি না করতে পারে। কিন্তু এবিষয়ে তিনি আশেপাশের মানুষকে কিছুই জানাননি। যার ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃতের পরিবার পুকুর মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ। তবে ক্ষুব্ধ গ্রামবাসীরা মৃতদেহ নিয়ে যেতে বাধা দেয় পুলিশকে।
advertisement
আরও পড়ুন: শিশুকে বোলতার কামড়! যন্ত্রণায় ছটফট! ভয়াবহ হতে পারে বোঝেনি বাবা! তারপর? জানুন
ঘটনার পর বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সেখ সৈয়দ আলী।অন্যদিকে ঘটনার পরেই ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় এবং রাজ্য সড়ক অবরোধ করে দোষী ব্যাক্তির গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা গিয়ে দীর্ঘক্ষণ বোঝানোর পর প্রায় দুপুর ১২ টা নাগাদ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে সেটা ময়নাতদন্ত এবং আনুসাঙ্গিক তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে জানা যাবে। মেদিনীপুর কোতোয়ালী থানার পাঁচখুরি অঞ্চলের মোড়কা গ্রামে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার তদন্তে গিয়ে এমনটাই জানালেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পিনাকি দত্ত। তবে মাছ চুরি আটকাতে পুকুরের পাড়ে বিদ্যুতের তার দেওয়া ছিল কিনা সে বিষয়ে তিনি বলেন, সবটাই তদন্তের আওতায় রাখা হয়েছে। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য গ্রেফতার হয়নি। অভিযোগের ভিত্তিতে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে বলেই জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
Partha Mukherjee