কিন্তু বুধবার সকাল থেকে আবার ওই শিশুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শিশুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার সকালে শিশুটিকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করার উদ্দেশ্যে নিয়ে আসে শিশুর পরিবারের সদস্যরা। তবে হাসপাতালে নিয়ে আসার আগে পথেই মৃত্যু হয় শিশুর। ঘটনায় শোকস্তব্ধ পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে বাকরুদ্ধ শিশুটির মা। অন্যদিকে হাসপাতাল সুত্রে জানা যায়, শিশুটির ময়নাতদন্তের পর বুধবারই শিশুটির দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: কাজ থেকে ফিরছিলেন! হঠাৎ যুবতীর ওপর অ্যাসিড হামলা! উত্তরপাড়ায় প্রায় ঘটছে এই ঘটনা!
ঘটনার পর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে। শিশুর বাবা জানায়, বোলতা কামড়ানোর পর প্রাথমিক চিকিৎসা হিসেবে যেগুলো করা দরকার, সেগুলো বাড়িতে করা হয়েছিল, কিন্তু এতো বাড়াবাড়ি হয়ে যাবে, তা বুঝতে পারিনি।
Partha Mukherjee