এরপর মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় তন্নতন্ন করে খোঁজাখুঁজির পরেও অসুস্থ শ্বাশুড়ির খোঁজ না পেয়ে অবশেষে মেদিনীপুর কোতওয়ালি থানার পুলিশের দ্বারস্থ হয় বৌমা। ৮৫ বছর বয়সের বৃদ্ধা, তাও আবার অসুস্থ, ফলে বৃদ্ধাকে খোঁজাখুঁজির ক্ষেত্রে অনেকটাই তৎপর ভূমিকা পালন করেন কোতওয়ালি পুলিশ আধিকারিক ও কর্মীরা। মেদিনীপুর শহর জুড়ে খোঁজ চালিয়ে অবশেষে মেদিনীপুর শহরেরই LIC মোড় এলাকা থেকে বৃদ্ধা মাতঙ্গীনি মণ্ডলকে উদ্ধার করে কোতওয়ালি থানার পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ বিয়ের আসর থেকে পাত্র ও পুরোহিত সোজা শ্রীঘরে! কি হয়েছিল? জানুন
এরপর অসুস্থ বৃদ্ধাকে কোতওয়ালি থানায় নিয়ে এসে বৌমা বুল্টি মন্ডলের কাছে ফিরিয়ে দেয় পুলিশ। বয়স্ক এবং অসুস্থ শ্বাশুড়িকে ফিরে পেয়ে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেন বৌমা এবং অসুস্থ শ্বাশুড়ীকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বৌমা বুল্টি মন্ডল। অন্যদিকে মেদিনীপুর কোতওয়ালি পুলিশের এই মানবিক ভূমিকার জন্য বৃদ্ধার পরিবার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন পুলিশকে। একই সঙ্গে কোতওয়ালি পুলিশের এই সেবামূলক কাজের জন্য পুলিশকে কুর্নিশ জানিয়েছেন মেদিনীপুর শহরবাসী।
Partha Mukherjee