TRENDING:

West Medinipur News: যানজট এড়াতে কড়া পুরসভা

Last Updated:

মেদিনীপুর শহরের যানজট এড়াতে বিভিন্ন দোকান, শমিংমলকে নোটিশ পাঠাল পুরসভা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: দুর্গাপুজোর আগে মেদিনীপুর শহরে জানজট এড়াতে কঠোর পদক্ষেপ পুরসভার। ঘটনা হল গত কয়েক বছরে একাধিক শপিং মল তৈরি হয়েছে। দীর্ঘ লাইন শহরের শপিং মল, হোটেল, রেস্তোরাঁতে। মুশকিল হচ্ছে এদের বেশিরভাগের‌ই পার্কিং জোন না থাকায় না শহরে জানজট বাড়ছে।
advertisement

আরও পড়ুন: জেলায় এবার বায়োডাইভারসিটি ট্যুরিজম

তবে এবার মেদিনীপুর শহরের শপিং মল, হোটেল, নার্সিংহোমগুলিকে এই নিয়ে হুঁশিয়ারি দিয়েছে পুরসভা। নিজস্ব পার্কিং জোন না থাকলে বাতিল করা হবে লাইসেন্স, হুঁশিয়ারি দিয়েছে পুরসভা কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বিভিন্ন শপিংমল, মার্কেট কমপ্লেক্স, হোটেল, রেস্টুরেন্ট এবং নার্সিংহোমগুলিকে নিজস্ব পার্কিং জোন গড়ে তুলতে হবে, এমনই নোটিশ পাঠানো হচ্ছে পুরসভার তরফে।

advertisement

View More

দিন কয়েক আগে সদ্য গড়ে ওঠা নামকরা জুতো দোকানের ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছিল পুলিশ প্রশাসনকে। এরপরই রাস্তার উপর যাতে কোন‌ও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিজস্ব পার্কিং জোন গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফে। পুরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, সোমবার থেকে মেদিনীপুর শহরের রাস্তার পাশে থাকা বিভিন্ন শপিংমল, মার্কেট কমপ্লেক্স, হোটেল, রেস্টুরেন্ট, নার্সিংহোমগুলোকে নিজস্ব পার্কিং গড়ে তুলতে হবে। না হলে আমরা লাইসেন্স বাতিল করব। যে পার্কিং জোন দেখিয়ে লাইসেন্স নিয়েছিলেন তা ব্যবহারযোগ্য করে তুলতে হবে। কোনভাবে ক্রেতাদের বাইক, চার চাকা গাড়ি রাস্তার উপর রাখা যাবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেশিন বদলে দিল ব্যবসার ভাগ্য, প্রোডাক্ট তৈরি হচ্ছে ঝড়ের গতিতে! মুনাফা দ্বিগুণ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: যানজট এড়াতে কড়া পুরসভা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল