জানা গিয়েছে, স্নাতক ও স্নাতকোত্তর পাশ করলে মিলবে ভর্তির সুবিধা। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ ফার্মাসিতে স্নাতকোত্তীর্ণরা। যাঁদের সায়েন্স/ ইকনমিক্স/ কমার্সে মাস্টার্স এবং ব্যাচেলর্সে অঙ্ক/ স্ট্যাটিস্টিক্স থাকবে, তাঁরাও ভর্তির আবেদন জানাতে পারবেন। তবে দু’ক্ষেত্রেই ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে পড়ুয়াদের।যদিও সংরক্ষিত আবেদনকারীদের জন্য বিশেষ ছাড় রয়েছে।
advertisement
পড়ুয়াদের ২০২৩-এর কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট), শিক্ষাগত যোগ্যতা এবং পেশাদারি অভিজ্ঞতা এবং পার্সোনাল ইন্টারভিউ বা পিআই-এর মাধ্যমে যোগ্যতা যাচাইয়ের পর মেধার ভিত্তিতে এই কোর্সে ভর্তি নেওয়া হবে। এ ছাড়াও বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক সংস্থার অভিজ্ঞ পেশাদারদের সঙ্গেও আলাপচারিতার সুযোগ থাকবে। পাশাপাশি, হাতেকলমে প্রশিক্ষণ এবং কোর্স শেষে প্লেসমেন্টেরও ব্যবস্থা থাকবে।
আরও পড়ুন: দাঁড়িয়েছিলেন ভিড়ের মধ্যে! হঠাৎ যখন ম্যারাথনে দৌড়তে শুরু করলেন…অবাক সকলে
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ ভর্তির আবেদন জানাতে হবে। আবেদন জানাতে সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে ৮০০ টাকা এবং ১৬০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন দিন আগামী ৫ ফেব্রুয়ারি। এরপর অনলাইন ইন্টারভিউ হবে মার্চ মাসে এবং ভর্তির জন্য ফল ঘোষণা করা হবে আগামী ১ থেকে ৫ মে-র মধ্যে। ভর্তি বিষয়ক বাকি তথ্য জানতে পড়ুয়াদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।
রঞ্জন চন্দ