পাশাপাশি প্রতিমা বিসর্জনের পরেই নদীর জল থেকে প্রতিমার কাঠামো ও ফুল বেলপাতা অন্যান্য সামগ্রী তুলে নেওয়ার জন্য মজুত রাখা হয়েছে শ্রমিক। সুত্র মারফত জানা গেছে, বুধবার প্রায় ১৩ টি প্রতিমা বিসর্জনের করা হয়েছে। পাশাপাশি নদীর ধারে থাকছে পুলিশী প্রহরা ও উদ্ধারকারী দল। এদিন মুলত বাড়ির পুজো গুলির প্রতিমা নিরঞ্জন হওয়ার কথা রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ সমাজ ও সংস্কৃতির অবক্ষয়ের দিকটিকে স্বচ্ছতার মাধ্যমে তুলে ধরতে কাঁচের প্রতিমা গড়েছেন শিল্পী
অন্যদিকে এদিন মেদিনীপুর শহরের বেশ কয়েকটি ক্লাবেরও দূর্গা প্রতিমার বিসর্জনের শোভাযাত্রা বের হয় মেদিনীপুর শহরে। বিভিন্ন পূজো কমিটির প্রতিমা সুষ্ঠুভাবে বিসর্জন করানোর জন্য মেদিনীপুর শহরের গোলকুয়াচকে মেদিনীপুর কোতোয়ালী থানা ও মেদিনীপুর পুরসভার পক্ষ থেকে সহায়তা শিবির করা হয়েছে। প্রসঙ্গত, এবছর প্রথম মেদিনীপুর শহরে দূর্গা পূজা কার্নিভাল করতে চলেছে মেদিনীপুর পুরসভা। শহরের বটতলা থেকে গোলকুয়া রোডে এই পূজো কার্নিভাল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে মেদিনীপুর পুরসভা সুত্রে।
Partha Mukherjee