আরও পড়ুনঃ ছাতার সঙ্গে রাখুন শীতবস্ত্র! বৃষ্টির পরেই বঙ্গে শীত? কী বলছেন হাওয়া অফিস
মেডিসিন কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনও শাখায় স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিয়োগ করা হবে। এই মর্মে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে, প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পে রিসার্চ ইনভেস্টিগেটর পদে কর্মী প্রয়োজন। মোট শূন্যপদ ছ’টি।নিযুক্ত ব্যক্তিরা মাসে ৬০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।
advertisement
প্রকল্পের নাম, ‘আইসিএমআর-আইআইটি কেজিপি মেডটেক বায়োডিজ়াইন ক্লাইম্ব ফেলোশিপ প্রোগ্রাম (আইবিও)’। এই প্রকল্পে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের তরফে আর্থিক অনুদান দেওয়া হবে। অনূর্ধ্ব ৫০ বছর বয়সী ব্যক্তিরা সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন। উল্লিখিত পদে আবেদনকারীকে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। ডেন্টাল কিংবা মেডিসিন শাখায় স্নাতকদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তবে, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল শাখার স্নাতকেরাও সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন।
প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এবং ১০০ টাকা আবেদন মূল্য হিসাবে জমা দিতে হবে। তবে মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে ওই টাকা জমা দিতে হবে না।আবেদনের সময়সীমা ২০ ডিসেম্বর পর্যন্ত।এই বিষয়ে আরও তথ্য জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি ফলো করুন।
রঞ্জন চন্দ