পশ্চিম মেদিনীপুরে প্রায় বছর পাঁচেক ধরে সাদা এবং লাল পদ্মের চাষ করে আসছেন তিনি। যা থেকে তিনি এই সময়ে বেশ ভালই লাভ পাচ্ছেন। প্রসঙ্গত শ্রাবণ মাসে প্রথম সপ্তাহ থেকে দুর্গাপূজা পর্যন্ত ফলন মিলে পদ্মের চাষ করে। সামান্য পরিচর্যা এবং সামান্য খরচে এই পদ্মফুল চাষ করা যায়।
আরও পড়ুনঃ বাড়িতেই রকমারি জুয়েলারি বানাচ্ছে এই ছাত্র! দেখলে চোখ ধাঁধিয়ে যাবে
advertisement
জানা যায়, প্রায় 15 দিন অন্তর ফলন মেলে পদ্মের চাষ করলে। এই পদ্মফুল স্থানীয় বাজার দাঁতন, পূর্ব মেদিনীপুরে এগরা সহ একাধিক জায়গায় বিক্রি হয়। যা থেকে এই সময় বেশ লাভও পাওয়া যায়।
চাষীর বক্তব্য, রাস্তা সম্প্রসারণ এর কারণে চাষযোগ্য জমি জলাজমিতে পরিণত হয়। তাই জলাজমিতে উপযুক্ত হিসেবে পদ্ম ফুলের চাষ করা হয়েছে। ধান চাষের বিকল্প হিসেবে বেশ লাভও মিলছে পদ্ম ফুলের চাষ করে। ইতিমধ্যেই পদ্ম ফুল ফোটা শুরু হয়েছে গাছগুলিতে। দুর্গাপূজার সময় পদ্ম ফুলের দাম আরও বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Ranjan Chanda