West Midnapore News: বাড়িতেই রকমারি জুয়েলারি বানাচ্ছে এই ছাত্র! দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

Last Updated:

বাড়িতে স্বল্প খরচে হ্যান্ডমেড জুয়েলারি বানিয়ে বাজারে বিক্রি করে স্বনির্ভরতা দিশা দেখাচ্ছে এক কলেজ ছাত্র

+
title=

বেলদা: শুধু সোনার গয়না নয় মহিলাদের এখন নজর কেড়েছে বিভিন্ন হ্যান্ডমেড গয়না। সোনার গয়নার থেকে নগণ্য দামে বাজারে মিলছে এই ধরনের হাতে বানানো গয়না। অক্সিডাইজ জুয়েলারি কিংবা অন্যান্য হাতে তৈরি গয়নায় ভর্তি হয়েছে বাজার।
এই হ্যান্ড মেড জুয়েলারি বানিয়েই স্বনির্ভরতার দিশা দেখাচ্ছে দ্বিতীয় বর্ষের এক ছাত্র। পশ্চিম মেদিনীপুরের বেলদার দেউলী এলাকার বাসিন্দা মোহন মহারানা। এই ছাত্র পড়াশোনার পাশাপাশি নিজের বাড়িতে তৈরি করছেন কানের দুল, হার সহ নানান ধরনের হ্যান্ডমেড জুয়েলারি। গৃহবধূ সহ অন্যন্য মহিলাদেরও স্বনির্ভর হওয়ার অনুপ্রেরণা দিচ্ছে।
advertisement
advertisement
ছোট থেকেই  ছবি আঁকা এবং ক্রাফটের নানা কাজ শিখেছে মোহন। বর্তমানে বাজারে বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারির চাহিদার কথা মাথায় রেখেই এই গয়না বানানোর পরিকল্পনা নেয় মোহন। সামান্য খরচে, খুব অল্প সময়ে বাড়িতেই তৈরি করা যায় এইসব গয়না। বাজারেও বিক্রি হয় বেশ ভাল দামে। লাভ ও মেলে বেশ।
প্রসঙ্গত  গ্রামীণ এলাকায় গৃহবধূরা বাড়িতেই থাকেন। সামান্য প্রশিক্ষণ পেলে বাড়িতে থেকে অল্প সময়ে এবং অল্প খরচে হ্যান্ড মেড জুয়েলারি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবেন তারা।  স্বনির্ভর হতে পারবেন।
advertisement
ইতিমধ্যেই এই হ্যান্ডমেড জুয়েলারি পার্শ্ববর্তী বাজার বেলদা মেদিনীপুর এমনকি কলকাতায় ও পাইকারি ও খুচরা দরে বিক্রি হচ্ছে। আগামী দিনে প্রত্যন্ত এলাকার মহিলাদের এবং পুরুষদের একই ছাতার তলায় এনে ভবিষ্যতের স্বনির্ভর করার চিন্তা এই কলেজ ছাত্রের।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: বাড়িতেই রকমারি জুয়েলারি বানাচ্ছে এই ছাত্র! দেখলে চোখ ধাঁধিয়ে যাবে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement