ক্ষুদিরাম বসুর মৃতদেহ সৎকারের আগে যখন সামাজিক নানা কাজকর্ম সম্পন্ন হচ্ছে তখন ফাঁসিতে ঝোলানো ক্ষুদিরাম বসুর মাথা নুইয়ে পড়ছিল বুকের উপর। তখন একজন বলে ওঠেন, ‘‘যিনি ব্রিটিশ শাসনের সামনে মাথা নত করেনি তার মাথাটা তুলে রাখা হোক।’’ অতঃপর আগুনের লেলিহান শিখায় চিতাভস্মে পরিণত হয় তরুণ শহিদ ক্ষুদিরাম বসুর নিথর দেহ।
advertisement
ইতিহাস গবেষক পরেশ বেরা জানিয়েছেন, আইনজীবী উপেন্দ্রনাথ সেন তাঁর এক প্রবন্ধে লিখেছেন, ক্ষুদিরামের চিতাভস্মে জল ঢালার পর চিতাভস্ম রাশি আইনজীবী উপেন্দ্রর বুকে লেগেছিল। এর পর থেকে সেখানে সাদা দাগ হয়ে যায়।যদিও ক্ষুদিরাম বসুর মৃত্যুর দিন পরিবারের কেউ উপস্থিত ছিলেন না মুজাফফরপুরে। জন্মভূমির জন্য হাসিমুখে ফাঁসির দড়ি গলায় পরে দ্বিধা করেননি ভারতের এই বীর বঙ্গসন্তান।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 11, 2023 6:06 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Independence Day 2023: আগুনের লেলিহান শিখায় চিতাভস্মে পরিণত হয় তরুণ শহিদ ক্ষুদিরাম বসুর নিথর দেহ





