এছাড়া আরও ১২ জন পড়ুয়া বার্ষিক ১ কোটি বা তার থেকে বেশি বেতনের চাকরি পেয়েছেন বলেও জানা গিয়েছে। গত মঙ্গলবার খড়গপুর আইআইটি-র তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এখনও পর্যন্ত অন্তত ১২ জন পড়ুয়া বছরে ১ কোটি টাকা বেতনের প্যাকেজ পেয়েছেন। এই সাফল্যকে ‘যুগান্তকারী’ বলে দাবি করেছেন কর্তৃপক্ষ।
আরও পড়ুন: বিশ্বভারতীতে ফের অশান্তি, পড়ুয়াদের মিছিলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি!
advertisement
আরও পড়ুন: পড়ুয়াদের স্কুলমুখী করতে পথে নেমে পোস্টার লাগান সরকারি বিদ্যালয়ের প্রধানশিক্ষক
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সব মিলিয়ে দ্বিতীয় দিনের মধ্যেই ১০০০-এর বেশি চাকরির প্রস্তাব পেয়েছিলেন আইআইটি-র পড়ুয়ারা। যা ‘দ্রুততম’ বলেও দাবি করা হয়েছে। এ ছাড়া জানানো হয়েছে, এক পড়ুয়া বছরে ২ কোটি ৬৮ লক্ষ টাকা বেতনের চাকরির প্রস্তাব পেয়েছেন।
এটা দেশের সব আইআইটির মধ্যে সর্বোচ্চ বলেও দাবি করা হয়েছে। অন্যদিকে, চলতি বছরে (২০২২-এ) আইআইটি খড়গপুরে বিদেশ থেকে মোট ৪৫-টি অফার এসেছে বলে জানা গেছে। তার মধ্যে ২৮-টিই জাপান থেকে। ৯টি তাইওয়ান, ৩টি মার্কিন যুক্তরাষ্ট্র, ২টি সিঙ্গাপুর থেকে। ৩-টি অন্যান্য দেশ থেকে। ফলে, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, এশিয়ার দেশগুলিরও যে আইআইটি ইঞ্জিনিয়ারদের প্রতি বেশ আগ্রহ রয়েছে, তা বলাই বাহুল্য!
Partha Mukherjee