Birbhum News: বিশ্বভারতীতে ফের অশান্তি, পড়ুয়াদের মিছিলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশ গত ১৬ দিন ধরে নিজেদের দাবি দাওয়া নিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবন পূর্বিতার সামনে অবস্থান-বিক্ষোভ বসে রয়েছেন।
#বীরভূম: বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশ গত ১৬ দিন ধরে নিজেদের দাবিদাওয়া নিয়ে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবন পূর্বিতার সামনে অবস্থান-বিক্ষোভ বসে রয়েছেন। এই অবস্থান-বিক্ষোভকে ঘিরে একাধিকবার উত্তেজনা ছড়িয়েছে ক্যাম্পাসে। তবে অভিযোগ এর পরেও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী পড়ুয়াদের দাবিদাওয়া মেনে কোনও ভাবেই আলোচনায় বসেননি।
পড়ুয়াদের একাংশ যে সকল দাবি নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, ভর্তি নেওয়া, স্কলারশিপের টাকা প্রদান করা, সমস্ত রেজাল্ট প্রকাশ করা ইত্যাদি। এই সকল দাবি-দাওয়া নিয়ে যখন আন্দোলন চলছে তখন মঙ্গলবার এক দফা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভরত পড়ুয়াদের। সেই রেশ কাটতে না কাটতেই বুধবার নতুন করে ধস্তাধস্তি দেখা গেল। পড়ুয়ারা উপাসনা ভবন থেকে উপাচার্যের বাসভবন পর্যন্ত মিছিল করার সময়ে ঘটনাটি ঘটে।
advertisement
advertisement
পড়ুয়াদের দাবিদাওয়া যাতে অবিলম্বে মেটানো হয়, তার জন্য বুধবার সন্ধ্যাবেলায় উপাসনা ভবন থেকে এই মশাল মিছিলের আয়োজন করা হয়। সেই মশাল মিছিল উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে আসতেই নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি শুরু হয়। নতুন করে এই ধস্তাধস্তি বিশ্বভারতীকে ফের অশান্ত করে তুলল।
advertisement
পড়ুয়াদের তরফে জানানো হয়েছে, আন্দোলন করেই তাঁরা আগে বিভিন্ন দাবিদাওয়া অর্জন করেছেন আর এই আন্দোলন করেই বাকি দাবিগুলি আদায় করবেন। পাশাপাশি তাঁরা জানিয়েছেন, তীব্র শীতে যখন পড়ুয়ারা দিনের পর দিন ধরে আন্দোলন চালাচ্ছেন, সেই সময় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অথবা বিশ্বভারতী কর্তৃপক্ষ একবারও তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি। উপরন্তু হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ।
advertisement
Madhab Das
Location :
First Published :
December 08, 2022 12:54 PM IST