আরও পড়ুন: ডায়মন্ডহারবার মেডিকেল কলেজে বসল অত্যাধুনিক অডিওমেট্রি মেশিন
পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মনোহরপুরে রয়েছে ঐতিহাসিক মোগলমারি। এখানে মাটি খুঁড়ে আবিষ্কার হয় ইতিহাসের অনন্য নিদর্শনসমূহ। বিভিন্ন মূর্তি, ধাতব বস্তু উদ্ধার হয় মাটির নিচ থেকে। এখনও ধ্বংসপ্রায় দেওয়ালে রয়েছে ইতিহাসের নানা নিদর্শন। প্রতিদিনই বহু পর্যটক আসেন এখানে। জানার চেষ্টা করেন ইতিহাসকে। তবে এই মোগলমারির ইতিহাসকে সকলের সামনে তুলে ধরতে ইতিহাস পার্ক গড়ে তুলতে চাইছে জেলা প্রশাসন। গ্রামীণ পর্যটনের কথা মাথায় রেখে এবং ছোট ছোট শিশু, স্কুল পড়ুয়াদের সামনে গৌতম বুদ্ধের জীবনের নানা দিক, মোগলমারির ইতিহাসকে তুলে ধরতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মোগলমারি ঘুরে দেখেন জেলাশাসক খুরশেদ আলি কাদরি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মোগলমারির পাশে তৈরি করা হবে একটি পার্ক। যেখানে তুলে ধরা হবে ইতিহাসকে। এদিন জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন খড়গপুরের মহকুমাশাসক, কেশিয়াড়ি ও দাঁতনের দুই বিধায়ক সহ জেলা ও ব্লক প্রশাসনের একাধিক আধিকারিকেরা।
advertisement
প্রসঙ্গত এই মোগলমারিতে মাটি খুঁড়ে উদ্ধার হয় বিভিন্ন মূর্তি সহ ইতিহাসের নানা দলিল। প্রতিদিনই বহু পর্যটক গবেষক ছাত্রছাত্রীরা আসেন মোগলমারির ইতিহাস জানতে। এখানে ইতিহাস পার্ক তৈরি করলে আরও বেশি পর্যটকের আনাগোনা শুরু হবে বলে মনে করছে প্রশাসন। যা জেলার অর্থনীতিকে সমৃদ্ধ করবে।
রঞ্জন চন্দ





