আবেদন করার শেষ তারিখ : ৩০ সেপ্টেম্বর, ২০২৩
কাউন্সিলর পদে শুধুমাত্র একটি পোষ্টের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়োগ করা হবে কাউন্সিলর পদে।
আরও পড়ুন: ব্যাগের মধ্যে কার যেন কান্না! সামনে আসতেই দেখা গেল… শিউরে ওঠার মতো ঘটনা
শিক্ষাগত যোগ্যতা: সোশ্যাল সায়েন্সে যেকোনও প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস। কম্পিউটারে এমএস অফিসে সম্যক জ্ঞান, স্বাস্থ্য বিভাগ কিংবা সামাজিক কোনও সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সোশ্যাল সায়েন্সে স্নাতকোত্তর পাশ থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি হেলথ সেক্টরে কাউন্সেলিংয়ের কার্যক্রমে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা মিলবে।
advertisement
বয়সসীমা: ০১.০১.২০২৩ তারিখের এর মধ্যে সর্বাধিক বয়সসীমা ৪০ বছর। এসটি, এসসি, এবং ওবিসি জাতিভুক্ত আবেদনকারীদের জন্য সরকারি নির্দেশক্রমে বয়সসীমা ছাড় রয়েছে।
বেতনক্রম: ২০০০০ টাকা
অভিজ্ঞতা ও বিভিন্ন সার্টিফিকেট এর ওপর ৫০ নাম্বার এবং লিখিত পরীক্ষা ৫০ নাম্বার হবে। সব মোট ১০০ নাম্বারের পরীক্ষা দিতে হবে।অপথ্যালমিক অ্যাসিসট্যান্ট পদে মোট তিনজন কর্মী নিয়োগ করা হবে।(অসংরক্ষিত-২, সংরক্ষিত-১)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিকে রসায়ন পদার্থবিদ্যা এবং জীববিদ্যা বিষয়ে পড়াশুনা থাকতে হবে। প্যারামেডিকেল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্সে দু বছরের ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা: ০১.০১.২০২৩ তারিখের মধ্যে বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে। এসটি, এসসি, এবং ওবিসি জাতিভুক্ত আবেদনকারীদের জন্য সরকারি নির্দেশক্রমে বয়সসীমা ছাড় রয়েছে।
বেতনক্রম: ১৮০০০ টাকা প্রতি মাসে। শিক্ষাগত যোগ্যতার উপর বিশেষ নাম্বার এবং ইন্টারভিউ এর মধ্য দিয়ে নিয়োগ করা হবে এই পদে।
অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। বিশদে জানতে http://hr.wbhealth.gov.in/Index.aspx দেখতে পারেন।
Ranjan Chanda






