মূলত গাছ কাটা নিয়ে রাজ্য সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে, কোনও ভাবেই গাছ কাটা যাবে না। তিনি বলেন একটি গাছ কাটা মানে একটি শিশুকে হত্যা করা। এছাড়াও মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, আরবান ডেভেলপমেন্ট এর সঙ্গে যৌথ প্রচেষ্টায় দিঘাতে একটি চিড়িয়াখানা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ একটানা ২৫ দিন রক্তদান শিবির! ৪০০ লিটার রক্ত সংগ্রহ মেদিনীপুর পুরসভার
advertisement
পাশাপাশি নিউটাউনেও একটি চিড়িয়াখানা তৈরি করা হয়েছে। এছাড়াও রাজ্যের প্রতিটি জেলায় বনদপ্তর এর তরফ হরিনালয় গড়ে তোলা হবে। পাশাপশি জেলা গুলোতে পাখিরালয় তৈরী করা হবে। বাচ্চাদের বিনোদনের জায়গাও গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ মেদিনীপুর- খড়্গপুর সংযোগকারী দেশপ্রান বীরেন্দ্র সেতুতে ভারি যান চলাচল বন্ধ
এদিনের অনুষ্ঠানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক আয়েশা রানি, জেলা পুলিশ সুপার দিনেশ কুমার, বিধায়ক অজিত মাইতি, উত্তরা সিংহ হাজরা সহ অন্যান্য আধিকারিকগন।
Partha Mukherjee