আরও পড়ুন: এক নজরে উত্তর দিনাজপুরের ভোট চিত্র, এখানে বামের থেকে কংগ্রেসের প্রার্থী বেশি
পশ্চিম মেদিনীপুরের একাধিক ডিসিআরসি-তে সকালের মতোই ভোট কর্মীদের ভিড় দেখা গেল বিকেলেও। যত সূর্য পশ্চিমের দিকে ঢলেছে ততই তাড়াহুড়ো বেড়েছে সকলের মধ্যে। কারণ সন্ধ্যের অন্ধকার নামার আগেই যে যার নির্দিষ্ট বুথে পৌঁছে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে ওঠেন। এক সময় ব্যালট পেপার, ব্যালট বক্স, কালি, ভোটার লিস্ট নিয়ে পোলিং এজেন্টের নেতৃত্বে এক একটি করে গাড়িতে উঠে বসেন ভোট কর্মীদের দল। তাদের সঙ্গেই বুথের উদ্দেশ্যে রওনা হয়ে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ডিসিআরসি থেকে বাস ও ছোট গাড়িতে চেপে সকলে ভোট কেন্দ্রের দিকে রওনা হন।
advertisement
শনিবার সকাল সাতটা থেকে প্রতিটি বুথে ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রতিটি বুথের নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও রাজ্য পুলিশ। আর তাতেই কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ভোট কর্মীদের মধ্যে।
রঞ্জন চন্দ