TRENDING:

West Medinipur News: সকাল পেরিয়ে বিকেলেও ডিসিআরসি-তে ভোট কর্মীদের ভিড়

Last Updated:

সকাল পেরিয়ে বিকেল হয়ে গেলেও ভোট কর্মীদের ভিড় লক্ষ্য করা গেল পশ্চিম মেদিনীপুরের ডিসিআরসি-গুলিতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: বাংলার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এক সময় পথ দেখিয়েছিল গোটা দেশকে। সেই মডেলেই গড়ে উঠেছে দেশের প্রতিটি রাজ্যের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। রাত পোহালেই সেই বাংলায় শুরু হবে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ। তার আগের দিন অর্থাৎ শুক্রবার সকাল থেকে চরম ব্যস্ততা লক্ষ্য করা গেল প্রতিটি ডিসিআরসিতে। নির্বাচনের যাবতীয় সামগ্রী সংগ্রহ করে বুথে পৌঁছনোর জন্য তৎপরতা লক্ষ্য করা গেল ভোট কর্মীদের মধ্যে।
advertisement

আরও পড়ুন: এক নজরে উত্তর দিনাজপুরের ভোট চিত্র, এখানে বামের থেকে কংগ্রেসের প্রার্থী বেশি

পশ্চিম মেদিনীপুরের একাধিক ডিসিআরসি-তে সকালের মতোই ভোট কর্মীদের ভিড় দেখা গেল বিকেলেও। যত সূর্য পশ্চিমের দিকে ঢলেছে ততই তাড়াহুড়ো বেড়েছে সকলের মধ্যে। কারণ সন্ধ্যের অন্ধকার নামার আগেই যে যার নির্দিষ্ট বুথে পৌঁছে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে ওঠেন। এক সময় ব্যালট পেপার, ব্যালট বক্স, কালি, ভোটার লিস্ট নিয়ে পোলিং এজেন্টের নেতৃত্বে এক একটি করে গাড়িতে উঠে বসেন ভোট কর্মীদের দল। তাদের সঙ্গেই বুথের উদ্দেশ্যে রওনা হয়ে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ডিসিআরসি থেকে বাস ও ছোট গাড়িতে চেপে সকলে ভোট কেন্দ্রের দিকে রওনা হন।

advertisement

শনিবার সকাল সাতটা থেকে প্রতিটি বুথে ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রতিটি বুথের নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও রাজ্য পুলিশ। আর তাতেই কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ভোট কর্মীদের মধ্যে।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: সকাল পেরিয়ে বিকেলেও ডিসিআরসি-তে ভোট কর্মীদের ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল