TRENDING:

Epilespsy: শিশুদের মৃগী রোগ হলে কী করবেন? কী করবেন না? জানালেন বিশিষ্ট চিকিৎসক

Last Updated:

জিনগত এপিলেপসি ছাড়াও বিশেষ কিছু ঘটনায় শিশুদের এপিলেপসিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়, যেমন, জন্মের সময় শিশু যদি কোনও সমস্যার মুখোমুখি হয়, তা হলে মস্তিষ্কে সমস্যা হতে পারে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেদিনীপুর: জিনগত এপিলেপসি ছাড়াও বিশেষ কিছু ঘটনায় শিশুদের এপিলেপসিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়, যেমন, জন্মের সময় শিশু যদি কোনও সমস্যার মুখোমুখি হয়, তা হলে মস্তিষ্কে সমস্যা হতে পারে। এ ক্ষেত্রে ভবিষ্যতে এপিলেপসি হানা দিতে পারে। অনেক সময় দেখা যায়, শিশুর বাড়বৃদ্ধি, বুদ্ধির বিকাশ, কথা বলতে শেখা, বসতে শেখা, দাঁড়ানো প্রায় সবই দেরিতে হচ্ছে, তখনও কোনও কোনও ক্ষেত্রে  এপিলেপসি বা মৃগীর ঝুঁকি থাকে। শিশুদের মস্তিষ্কের গঠন পূর্ণতা না পেলে বা কোনও জখম থাকলেও মৃগীর আশঙ্কা থাকে।  কোনও কোনও ক্ষেত্রে শিশু মস্তিষ্কে আঘাত পেলে বা মস্তিষ্কে কোনও জটিল অস্ত্রোপচার হলেও মৃগী হতে পারে।
advertisement

মৃগী হলে শিশুরা অজ্ঞান হয়ে যায়, শিশুদের মুখ একদিকে বেঁকে যায়, মুখ দিয়ে লালা পড়ে, হাত পায়ে টান ধরে। শিশুদের মৃগী বা এপিলেপসি হলে কী করণীয়? তাই জানালেন  স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাঃ কৌশিক শীল।

পাঁচ বছরের উপরে শিশুদের তড়কা জ্বরের উপসর্গ থাকলে তার নির্দিষ্ট চিকিৎসা প্রয়োজন। শিশুদের মৃগীর উপসর্গ দেখা দিলে, প্রাথমিকভাবে বাঁ দিকে ঘুরিয়ে শুয়ে দিতে হবে। পাশাপাশি, চিকিৎসকের পরামর্শমত বিশেষ স্প্রে নাকে দিলে তাড়াতাড়ি নিরাময় মেলে। দীর্ঘক্ষণ ধরে খিঁচুনি হলে তা প্রাণ সংশয়ের মতো ঘটনা ঘটাতে পারে। শিশুর দীর্ঘক্ষণ ধরে খিঁচুনি হলে দ্রুত  নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে। খিঁচুনি হলে মুখের মধ্যে চামচ দেওয়া যাবে না, নাকের কাছে চামড়ার জুতো শুঁকানো যাবে না, বাচ্চাদের হাত জোর করে সোজা করা যাবে না। পাশাপাশি স্নায়ু রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বিশেষ পরীক্ষা প্রয়োজন। ওষুধের মধ্য দিয়ে এই রোগ নিরাময় সম্ভব। ২১ থেকে ২২ বছরের মধ্যে ব্রেনের বৃদ্ধি ঘটলে এই রোগ সম্পূর্ণভাবে নিরাময় হয়ে যায়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Epilespsy: শিশুদের মৃগী রোগ হলে কী করবেন? কী করবেন না? জানালেন বিশিষ্ট চিকিৎসক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল