পশ্চিম মেদিনীপুরের পিংলার গোগ্রামের সুব্রত মহেশ। বেশ কয়েক ধরে ধান চাষ করে লাভজনক ফল পাননি। তাই বছর ৬ তিনি চাষ করছেন ড্রাগনের। বিজ্ঞানসম্মত উপায়ে ধান চাষের জমিতেই চাষ করছে ড্রাগন ফ্রুটের। প্রায় দেড় বিঘা জমিতে তিনি চাষ করেছেন ড্রাগনের। আর উন্নত প্রজাতির ড্রাগন ফ্রুটের চাষ করবেন বাকি দেড় বিঘা জমিতে।
advertisement
আরও পড়ুন: বর্তমানে কৃষকদের আয়ের নতুন দিশা, আপেল কুল চাষ করে আপনিও হতে পারেন লাখপতি
আরও পড়ুন: বিশ্বের সব থেকে দামি আম চাষ হবে এবার মালদহে! শুরু হয়ে গিয়েছে তোড়জোড়
পশ্চিম মেদিনীপুর জেলাতে ধান চাষ বেশি মাত্রায় হয় কিন্তু বর্তমান সময়ের সেই ধান চাষ করে লাভজনক ফল পাওয়া যায় না। ফলতো, সাধারণ চাষীরা এখন বিকল্প পথে পা বাড়িয়েছে। পশ্চিম মেদিনীপুরের পিংলা তেও ধান চাষের মাত্রা বেশি কিন্তু বেশ কয়েক বছর লাভজনক ফল মিলছে না বিধান চাষ করে। তাই সুব্রত বিকল্প চাষ করে লাভের মুখ দেখছেন।
আর্থিক দিক থেকে অনেকটাই সাহায্য করছে এই ড্রাগন ফুটে চাষ বলে মনে করছেন চাষী সুব্রত মহেশ। পরবর্তীতে ধান চাষী দাও এই চাষের দিকে ঝুকবেন বলে আশাবাদী তিনি।
Ranjan Chanda