West Medinipur News: চার মাস আগেই বার্ষিক 'টার্গেট' পূরণ, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ৫০০ কোটির ঋণ প্রদান, খুশির হাওয়া মেদিনীপুরে

Last Updated:

West Medinipur News: জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উন্নয়নে বড় পদক্ষেপ প্রশাসনের। একদিনে প্রায় ৫০০ কোটি টাকা ঋণ প্রদান স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের।

মেদিনীপুরে ক্রেডিট লোন ক্যাম্প 
মেদিনীপুরে ক্রেডিট লোন ক্যাম্প 
পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: পুরুষদের সঙ্গে সমান তাল মিলিয়ে এগিয়ে আসছে মহিলারা। কেবল পশু কিংবা প্রাণীপালন নয়, এবার কৃষিক্ষেত্রেও সমান তালে বিভিন্ন ফসল ফলিয়ে রোজগার করছেন তারা। একদিনে প্রায় ৫০০ কোটি টাকা ঋণ প্রদান স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। চার মাস আগেই বার্ষিক ‘টার্গেট’ ছুঁয়ে ফেলল পশ্চিম মেদিনীপুর। জেলা প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। শুক্রবার জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের রেকর্ড ৪৮২ কোটি টাকা ঋণ দেওয়া হল। এতে একদিকে যেমন খুশি মহিলারা, তেমনই জেলায় এত স্বনির্ভরতা বেশ উল্লেখযোগ্য।
পশ্চিম মেদিনীপুরে বিভিন্ন জায়গায় মেলার আয়োজন হয়। সেই মেলায় নিজেদের হাতের তৈরি জিনিস নিয়ে পসরা সাজান মহিলারা। একদিকে যেমন নানা হাতের কাজ তেমনই খাবারেরও আইটেম নিয়ে ব্যবসা করেন তারা। তবে গ্রামীণ মহিলাদের উৎসাহিত করতে সরকারিভাবে নানা লোনের ব্যবস্থা করা হয়। শুক্রবার জেলা শহর মেদিনীপুরের প্রদ্যোৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত দশম মেগা লোন প্রদান শিবিরে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, স্বনির্ভর গোষ্ঠীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক (মিশন ডিরেক্টর) ড. গোবিন্দ হালদার প্রমুখ।
advertisement
আরও পড়ুনঃ কলকাতার খুব কাছেই মাত্র ১০০০ টাকায় চিত্র প্রদর্শনীর দুর্দান্ত সুযোগ, ঝাঁ চকচকে প্রদর্শনী গৃহ, আজই যোগাযোগ করুণ
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিনের কর্মসূচির মাধ্যমে ৭১৭৫টি স্বনির্ভর গোষ্ঠী উপকৃত হয়েছে। জেলা পর্যায়ের এই ক্রেডিট ক্যাম্পে ২১৫টি স্বনির্ভর গোষ্ঠী ৩০ কোটি টাকা ঋণ পেয়েছে। বাকি ৬৯৬০টি স্বনির্ভর গোষ্ঠী ব্লক স্তরের মেগা ক্রেডিট ক্যাম্প থেকে ঋণ পাবে। ২১৫টি স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে ৬৯টি স্বনির্ভর গোষ্ঠী ২০ লক্ষ টাকার বেশি ঋণ পাবে।
advertisement
advertisement
জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, ‘মহিলাদের স্বনির্ভর করে তোলাই প্রধান লক্ষ্য। মহিলারা স্বনির্ভর হলে জেলার অর্থনীতি বদলে যাবে। চলতি অর্থবছরেও বহু সংখ্যক স্বনির্ভর গোষ্ঠী ঋণ পেয়ে উপকৃত হয়েছেন।’
আরও পড়ুনঃ এবার মর্নিং ওয়াক করতে করতেই হবে পরিবেশ সাফ! শীতের ভোরে কৃষ্ণনগরের রাস্তায় প্লগিং, জেলা পুলিশের প্রশংসনীয় উদ্যোগ
উল্লেখ্য, গত আর্থিক বছরে প্রায় ২ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে জেলা প্রশাসন। অন্যদিকে, চলতি আর্থিক বছর শেষ হওয়ার চার মাস আগেই ঋণ-প্রদানের বার্ষিক ‘টার্গেট’ তাঁরা ছুঁয়ে ফেলেছেন বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। চলতি অর্থবর্ষে ২২১৫ কোটি ঋণ দেওয়া হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। এই ঋণ দানের প্রক্রিয়ায় জেলার মধ্যে খড়গপুর-১, গড়বেতা -১ ও কেশপুর ব্লক এগিয়ে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অ্যাডিশনাল ডিস্ট্রিক মিশন ডিরেক্টর ও দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক (কৃষি) গোবিন্দ হালদার বলেন, ‘এই জেলার মহিলারা রেকর্ড পরিমাণ ঋণ পেয়েছেন। মহিলারা খুবই ভাল কাজ করছেন। কেউ পশুপালন, কেউ ফুলচাষ, কেউ হাতের কাজ করে সমৃদ্ধ হচ্ছেন। তাঁদের তৈরি জিনিস বিদেশেও যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে তাঁরা পুরস্কৃতও হচ্ছেন। সেই সঙ্গেই দিশা দেখাচ্ছেন অন্য মহিলাদেরও।’
advertisement
স্বাভাবিকভাবে সরকারিভাবে ঋণ নিয়ে একদিকে যেমন স্বনির্ভর হয়েছেন তারা, তেমনই সমাজের কাছে নতুন বার্তা বহন করছেন এই সকল মহিলারা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: চার মাস আগেই বার্ষিক 'টার্গেট' পূরণ, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ৫০০ কোটির ঋণ প্রদান, খুশির হাওয়া মেদিনীপুরে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement