West Medinipur News: ফুটবল মাঠে নজর কাড়ছে জঙ্গল মহলের শিখা সরেন!

Last Updated:

শালবনির প্রত‍্যন্ত গ্রাম মহাসোল। চারদিকে মাটির পথ, মাঠ, খোলা আকাশ, আর ছোট্ট মেয়েটি শিখা সরেন। সবার মত সে ও স্কুলে যেত, কিন্তু হৃদয়ের ভেতর টান দিত অন্যকিছু একটা ফুটবল।

+
ফুটবল

ফুটবল মাঠে শিখা সরেন 

শালবনি, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: শালবনির প্রত‍্যন্ত গ্রাম মহাসোল। চারদিকে মাটির পথ, মাঠ, খোলা আকাশ, আর ছোট্ট মেয়েটি শিখা সরেন।সবার মত সে ও স্কুলে যেত, কিন্তু হৃদয়ের ভেতর টান দিত অন্যকিছু একটা ফুটবল। বন্ধুরা যখন খেলত, শিখা তখন বলকে নিজের সঙ্গী করে নিত। প্রত্যেকটা লাথি, প্রত্যেকটা দৌড় তাকে আরও একটু করে এগিয়ে নিয়ে যেত। সমাজের অনেক বাধা ছিল, “মেয়েরা খেলবে?” এই প্রশ্ন বারবার উঠেছে। কিন্তু শিখা বলেছিল,“মেয়েরা সব পারে, ইচ্ছে থাকলে পথ নিজেই খুলে যায়।”
গ্রামের মাঠেই জন্ম নেয় তার স্বপ্ন ফুটবল শুধু খেলা নয়, একদিন এটাকেই পেশা করবে। তার এই বিশ্বাসই আজ সাফল্যের ভিত। শিখার যাত্রাপথ সহজ ছিল না। প্রত‍্যন্ত অঞ্চল থেকে শহরের বড় বড় ম্যাচে পৌঁছান মাটির রাস্তা, কম সুযোগ, নিয়মিত অনুশীলনের অভাব সব কিছুকে জয় করতে হয়েছিল তাকে। তবুও থামেনি শিখা। নিজের যোগ্যতা আর কঠোর পরিশ্রমের জেরে একের পর এক ম্যাচে নজর কাড়ে তার খেলা। বলের সঙ্গে দৌড়ায় তার সাহস।শিখা নিজেই বলেন “ছোটোবেলা থেকেই খেলছি। ফুটবল আমাকে আলাদা শক্তি দেয়। আজ এত এত জায়গায় গিয়ে খেলতে পারছি এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।”
advertisement
advertisement
এই পথচলায় শক্ত সহায় হয়ে ওঠেন তাপস স্যার, সন্দীপ স্যার ও নারায়ণ স্যার। শিখা সোজাসাপ্টা বলেছে “যারা খেলতে চায়, তারা স্যারদের সঙ্গে কথা বললেই প্র্যাকটিস শুরু করতে পারবে। পড়াশোনা করেও ফুটবল খেলা যায়। এই পথও অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। ”তার কথার মধ্যেই ফুটে ওঠে নিজের জীবনযুদ্ধ আর আশার আলো। আর আজ শালবনির সেই মেয়েটিই ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে মাঠে নামছেন।একটা প্রত‍্যন্ত গ্রাম থেকে সরাসরি দেশের অন্যতম বড় ফুটবল ক্লাবে যাওয়া, এ শুধু সাফল্য নয়, এটা একটা বার্তা।শিখা প্রমাণ করে দিয়েছে ফুটবল শুধুই সময় কাটান নয়; এটা পেশা, এটা সম্মান, এটা জীবনের নতুন রাস্তা।তার সাফল্যে আজ গর্বিত মহাসোল, গর্বিত শালবনি, গর্বিত পশ্চিম মেদিনীপুর আর গর্বিত গোটা রাজ্য।
advertisement
মেয়েদের জন্য অনুপ্রেরণার এক নতুন অধ্যায় আজ শিখা সরেন।গ্রাম থেকে উঠে এসে তিনি ভেঙে দিয়েছেন সংকীর্ণ মানসিকতা, ভেঙে দিয়েছেন সীমাবদ্ধতা। তাই আজ মাঠ কাঁপাচ্ছে তার পায়ের জাদু। শিখার গল্প শিখিয়ে দেয় স্বপ্ন দেখ লড়াই করো আর একদিন তাকেই সত্যি করে দেখাও।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: ফুটবল মাঠে নজর কাড়ছে জঙ্গল মহলের শিখা সরেন!
Next Article
advertisement
Khaleda Jia Health Update: অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে. পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ অনেকে সুস্থতা কামনা করেছেন. বিএনপি দেশজুড়ে প্রার্থনার আয়োজন করেছে.

VIEW MORE
advertisement
advertisement