KVS recruitment 2025: যোগ্যতা বাছাইয়ে বড় সতর্ক, শুরু KVS–NVS রিক্রুটমেন্ট ২০২৫ রেজিস্ট্রেশন

Last Updated:

KVS recruitment 2025: কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE) কেভিএস (KVS) ও এনভিএস (NVS)-এর ২০২৫ নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। বোর্ড জানিয়েছে, উভয় সংস্থায় কিছু পদের নাম একই হলেও প্রয়োজনীয় যোগ্যতা (Qualification) আলাদা।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE) কেভিএস (KVS) ও এনভিএস (NVS)-এর ২০২৫ নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। বোর্ড জানিয়েছে, উভয় সংস্থায় কিছু পদের নাম একই হলেও প্রয়োজনীয় যোগ্যতা (Qualification) আলাদা। তাই আবেদনপত্রে প্রতিটি পদের জন্য ড্রপডাউন তালিকায় একাধিক যোগ্যতা অপশন দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— আবেদন করার আগে প্রত্যেক প্রার্থীকে সংশ্লিষ্ট নিয়োগ নোটিফিকেশন ভালভাবে পড়ে নিজের যোগ্যতা নির্দিষ্টভাবে মিলিয়ে নিতে হবে। তারপরই পোর্টালে সঠিক পদ ও সঠিক যোগ্যতা নির্বাচন করতে হবে।
advertisement
advertisement
সিবিএসই স্পষ্টভাবে জানিয়েছে, যোগ্যতার ক্ষেত্রে কোনও রিলাক্সেশন বা ভিন্ন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। নোটিফিকেশনে যে যোগ্যতা উল্লেখ রয়েছে, সেটিই চূড়ান্ত।

 ফি পেমেন্ট সংক্রান্ত সমস্যা ও সমাধান

অনেকে ফি পেমেন্ট আপডেট না হওয়া বা ট্রানজাকশন ফেল হওয়ার অভিযোগ জানিয়েছেন। এ ক্ষেত্রে বোর্ড জানায়:
    advertisement
  • পোর্টালে ফি আপডেট না হলে প্রার্থীকে আবার পেমেন্ট করতে হবে
  • আগের ব্যর্থ ট্রানজাকশনের অর্থ ৭ দিনের মধ্যে অটোমেটিক রিফান্ড করা হবে
  • স্কিল টেস্ট ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের বিষয়ে অতিরিক্ত তথ্যও প্রকাশ করেছে CBSE

    📝 KVS & NVS Recruitment 2025: কীভাবে আবেদন করবেন

    advertisement
    Step 1: CBSE, KVS বা NVS-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান
    Step 2: ‘KVS & NVS Recruitment 2025’ লিঙ্কে ক্লিক করুন
    Step 3: রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন
    Step 4: ফর্ম সাবমিট করে কনফার্মেশন পেজ ডাউনলোড করুন
    Step 5: ভবিষ্যতের জন্য একটি প্রিন্ট কপি সংরক্ষণ করুন
    advertisement
    বোর্ড জানিয়েছে, কিছু প্রার্থী যোগ্যতায় ব্যাখ্যা বা ছাড় চান। এই বিষয়ে স্পষ্ট জানানো হয়েছে— যোগ্যতায় কোনও পরিবর্তন বা ব্যতিক্রম মঞ্জুর নয়।

    আবেদন সময়সীমা ও মোট পদ

    কেভিএস ও এনভিএস-এ শিক্ষক ও নন-টিচিং পদের জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে ১৪ নভেম্বর ২০২৫ থেকে। আবেদন গ্রহণের শেষ দিন ৪ ডিসেম্বর ২০২৫
    advertisement
    মোট ১৪,৯৬৭টি শূন্যপদ পূরণ করা হবে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে। ইতিমধ্যে ১১ লক্ষেরও বেশি প্রার্থী আবেদন করেছেন।
    view comments
    বাংলা খবর/ খবর/শিক্ষা/
    KVS recruitment 2025: যোগ্যতা বাছাইয়ে বড় সতর্ক, শুরু KVS–NVS রিক্রুটমেন্ট ২০২৫ রেজিস্ট্রেশন
    Next Article
    advertisement
    Khaleda Jia Health Update: অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
    অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
    • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে. পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ অনেকে সুস্থতা কামনা করেছেন. বিএনপি দেশজুড়ে প্রার্থনার আয়োজন করেছে.

    VIEW MORE
    advertisement
    advertisement