Interesting Facts: গরু-ছাগল গৃহপালিত পশুদের গলায় ঘণ্টা বাঁধেন গ্রামের বাসিন্দারা! পিছনে রয়েছে চমকপ্রদ কারণ, পুরোটাই তুখোড় বুদ্ধির কামাল

Last Updated:

West Medinipur Interesting Facts: ঘন সবুজে ঢাকা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার চারদিকে জঙ্গল, পিচঢালা রাস্তার ধারে ধারে ছড়িয়ে আছে গ্রামের জীবনযাত্রার সরল ছবি।

+
গৃহপালিত

গৃহপালিত পশুর গলায় ঘণ্টা

চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: ঘন সবুজে ঢাকা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা চারদিকে জঙ্গল, পিচঢালা রাস্তার ধারে ধারে ছড়িয়ে আছে গ্রামের জীবনযাত্রার সরল ছবি। আর এই জঙ্গলঘেরা গ্রামগুলোতে এমন এক দৃশ্য চোখে পড়লে আপনি অবাক হবেন, জঙ্গলের ভেতর নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে গৃহপালিত পশুর দল। গরু, ছাগল, ভেড়া সবাই নিঃসঙ্কোচে ঢুকে যাচ্ছে গভীর অরণ্যে। প্রশ্ন উঠতেই পারে, জঙ্গলের এমন গভীরে গেলে এই পশুগুলোকে মালিকেরা কীভাবে খুঁজে পান? ঠিক সেখানেই লুকিয়ে আছে গ্রামের মানুষের এক অভিনব বুদ্ধি এক আজব আবিষ্কার।
চন্দ্রকোনার জঙ্গল লাগোয়া গ্রামগুলোতে বহু বছর ধরে চালু রয়েছে গৃহপালিত পশুর গলায় ঝোলান কাঠের বিশেষ এক ধরনের ঘন্টা। কাঠের তৈরি এই ছোট্ট যন্ত্রটি পশু চললেই টুংটাং শব্দ করে। জঙ্গলের ভেতর যখন বাতাস থমথমে, আলো কম, আর চারিদিকে পাতার শব্দ তখন এই কাঠের ঘন্টার আওয়াজই গ্রামের মানুষকে পথ দেখায়। পশুগুলো যতই ভিতরে ঢুকে যাক, মালিকেরা শুধু শব্দ শুনেই টের পেয়ে যান ঠিক কোনদিকে যেতে হবে। এ যেন আধুনিক প্রযুক্তিহীন গ্রামীণ জিপিএস!
advertisement
advertisement
পথ হারিয়ে ফেলা পশুদের খুঁজে আনার এই কৌশল প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে, আর আজও সমান কার্যকর। গ্রামের মানুষের মতে, এই কাঠের ঘন্টা শুধু পশুকে খুঁজে পাওয়া সহজ করে না, বরং জঙ্গলের বন্যপ্রাণী থেকেও কিছুটা রক্ষা করে। আওয়াজ পেয়ে বুনো জন্তুরা অনেক সময় দূরে সরে যায়। চাষাবাদ আর দৈনন্দিন জীবনে গৃহপালিত পশু যেমন গুরুত্বপূর্ণ অংশ, তেমনই তাদের সুরক্ষা ও নজরদারির জন্য এই ঘন্টা যেন এক সহজ সুলভ সমাধান।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রকৃতি আর বুদ্ধির সুন্দর মিশেল চন্দ্রকোনার এই আবিষ্কার আজও দেশের নানা প্রান্তে নজর কাড়ে। জঙ্গল যত ঘন, ঘন্টাধ্বনি তত স্পষ্ট, এভাবেই দিনের শেষে ঘরে ফিরে আসে গ্রামের পশুরা। এটাই চন্দ্রকোনার মানুষের সাদামাটা কিন্তু অসাধারণ জীবনবোধের ছবি।
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Interesting Facts: গরু-ছাগল গৃহপালিত পশুদের গলায় ঘণ্টা বাঁধেন গ্রামের বাসিন্দারা! পিছনে রয়েছে চমকপ্রদ কারণ, পুরোটাই তুখোড় বুদ্ধির কামাল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement