West Medinipur News: বটগাছের নীচে যখন তখন বাজানো হচ্ছে টিন! কারণ জানলে অবাক হবেন

Last Updated:

West Medinipur News: পাখি মৃত্যু এড়াতে সারাদিন টিন বাজাতে নিয়োগ, পাখি এলেই বাজান হচ্ছে টিনের ডাব্বা। নারায়ণগড়ে এক অভিনব ভাবনা।

+
বাজান

বাজান হচ্ছে টিন 

নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: চলতি সপ্তাহে রবিবার থেকে একাধিক পাখির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের আম্বিডাঙ্গর এলাকায়। রবিবার সকালে গাছের নীচে পড়ে থাকতে দেখা যায় একাধিক দেশীয় ও বিদেশী পরিযায়ী পাখির মৃতদেহ। এরপর চাঞ্চল্য সৃষ্টি হয় গ্রামে। অনুমান করা হয় কোনও ব্যক্তির বা একাংশের প্রাচীন এই বটগাছের বিষ প্রয়োগের কারণে এই পাখি মৃত্যুর ঘটনা।
এরপর নড়ে চড়ে বসে প্রশাসন। বন দফতরের তৎপরতায় দমকল কর্মীরা এসে গাছটিকে ধুয়ে দেওয়ার পরেও মৃত্যু হয় একাধিক পাখির। এরপর গাছের ফল,পাতা এবং ডালের নমুনা পাঠায় ফরেনসিক পরীক্ষার জন্য।
advertisement
advertisement
তবে প্রতিদিন পাখি মৃত্যুর ঘটনায়, প্রাচীন এই বটগাছের কাছে এক দু’জন ব্যক্তি রয়েছেন যারা পাখি বসলেই টিন বাজাচ্ছেন। তার কারণ গাছে পাখি এলেই তারা সচেতনতার সঙ্গে টিন বাজিয়ে তাড়িয়ে দিচ্ছেন পাখিদের। স্বাভাবিকভাবে গাছে বসে ফল খেতে পারবে না পাখিরা।
বন বিভাগের কথা মত, এক দু’জন নিযুক্ত রয়েছেন টিন বাজানোর কাজে।
advertisement
প্রসঙ্গত রবিবার থেকে প্রায় শতাধিক পাখির মৃত্যু হয়েছে। যার মধ্যে রয়েছে একাধিক পরিযায়ী পাখি। এলাকার প্রাচীন এই বটগাছে পাকা বটফল খেতে প্রতিবছর এখানে আসে হাজার হাজার পাখি। চলতি বছর মৃত্যু হয় এত সংখ্যক পাখির। এতেই উৎকণ্ঠা বাড়ে সকলের। পরিবেশপ্রেমী সন্দীপ দাস বলেন, পাখি মৃত্যুর পর একদিকে তৎপর হয়েছে বন বিভাগ।
advertisement
বন বিভাগের কথা মত একজন ব্যক্তিকে রাখা রয়েছে, পাখি তাড়ানোর জন্য টিন বাজানোর কাজে।
স্বাভাবিকভাবে যখন শীতকালে ভিনদেশ বা রাজ্য থেকে বহু পাখি আসে আমাদের এই বাংলায় তখন এত সংখ্যক পাখির মৃত্যু নিঃসন্দেহে বেশ চাঞ্চল্যকর।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: বটগাছের নীচে যখন তখন বাজানো হচ্ছে টিন! কারণ জানলে অবাক হবেন
Next Article
advertisement
Khaleda Jia Health Update: অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
অত্যন্ত সংকটজনক খালেদা জিয়া, দ্রুত আরোগ্যলাভের বার্তা পাঠালেন পাক প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংকটজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে. পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ অনেকে সুস্থতা কামনা করেছেন. বিএনপি দেশজুড়ে প্রার্থনার আয়োজন করেছে.

VIEW MORE
advertisement
advertisement